কাগিসো রাবাডা। ছবি: আইসিসি।
টেস্ট বিশ্বকাপের ফাইনালে পাঁচ উইকেট নিয়ে অ্যালান ডোনাল্ডকে টপকে গেলেন কাগিসো রাবাডা। দক্ষিণ আফ্রিকার জোরে বোলার স্পর্শ করলেন কাইল জেমিসনের একটি নজিরও। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ইনিংসে ৫১ রানে ৫ উইকেট নিয়ে জোড়া কীর্তি গড়েছেন রাবাডা। লর্ডসে এই নিয়ে দ্বিতীয় বার ইনিংসে ৫ উইকেট নিলেন তিনি।
২০২১ সালে টেস্ট বিশ্বকাপ ফাইনালে ভারতের বিরুদ্ধে এক ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন জেমিসন। এত দিন পর্যন্ত টেস্ট বিশ্বকাপ ফাইনালে তিনিই ছিলেন এক মাত্র বোলার, যাঁর ইনিংসে ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব ছিল। তাঁর সেই কৃতিত্বে বুধবার ভাগ বসালেন রাবাডা। টস জিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। অধিনায়ককে হতাশ করেননি বিশ্বের অন্যতম সেরা জোরে বোলার। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস ২১২ রানে বেঁধে রাখার মূল কারিগর তিনিই।
বুধবার লর্ডসে ৫ উইকেট নেওয়ায় টেস্ট ক্রিকেটে রাবাডার উইকেট সংখ্যা হল ৩৩২। তিনি টপকে গেলেন ডোনাল্ডকে। ৭২টি টেস্টে ডোনাল্ডের উইকেট ৩৩০টি। ৭১তম টেস্ট খেলতে নেমে তাঁকে টপকে গেলেন রাবাডা। দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে টেস্ট উইকেটের নিরিখে রাবাডা উঠে এলেন চতুর্থ স্থানে। তাঁর আগে রয়েছেন ডেল স্টেন (৪৩৯টি উইকেট), শন পোলক (৪২১টি উইকেট) এবং মাখায়া এনতিনি (৩৯০টি উইকেট)।