prenelan subrayen and adam zampa

একই ম্যাচে জোড়া শাস্তি! ছুড়ে বল করার অভিযোগে বোলারকে বিশ্রামে পাঠাল দক্ষিণ আফ্রিকা, সতীর্থকে গালি দিয়ে সতর্কিত অসি বোলার

অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম এক দিনের ম্যাচের পর দুই দলের দুই ক্রিকেটার বিপদে। দক্ষিণ আফ্রিকার এক বোলারের বিরুদ্ধে উঠেছে ছুড়ে বল করার অভিযোগ। অশ্লীল ভাষা বলার কারণে সতর্ক করে দেওয়া হল অস্ট্রেলিয়ার স্পিনারকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ অগস্ট ২০২৫ ১৭:৩৩
Share:

(বাঁ দিকে) দক্ষিণ আফ্রিকার প্রেনেলান সুব্রায়েন। অস্ট্রেলিয়ার অ্যাডাম জ়াম্পা (ডান দিকে)। — ফাইল চিত্র।

অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম এক দিনের ম্যাচের পর দুই দলের দুই ক্রিকেটার বিপদে। দক্ষিণ আফ্রিকার এক বোলারের বিরুদ্ধে উঠেছে ছুড়ে বল করার অভিযোগ। তাঁকে জোর করে বিশ্রামে পাঠানো হয়েছে। অন্য দিকে, অশ্লীল ভাষা বলার কারণে সতর্ক করে দেওয়া হল অস্ট্রেলিয়ার স্পিনারকে।

Advertisement

দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার প্রেনেলান সুব্রায়েনের বিরুদ্ধে ছুড়ে বল করার অভিযোগ উঠেছে। প্রথম এক দিনের ম্যাচে দশ ওভারে বল করে ৪৬ রানে এক উইকেট নিয়েছিলেন তিনি। ট্রেভিস হেডকে আউট করেছিলেন। তবে আম্পায়ারেরা তাঁর বোলিংয়ের খুঁত ধরেছেন।

এ বার সুব্রায়েনকে ১৪ দিনের মধ্যে আইসিসি অনুমোদিত পরীক্ষা কেন্দ্রে গিয়ে বোলিংয়ের পরীক্ষা দিতে হবে। অস্ট্রেলিয়ার ব্রিসবেনেই সে রকম পরীক্ষা কেন্দ্র রয়েছে। ফলে সুব্রায়েনের অসুবিধা হওয়ার কথা নয়। নিয়ম অনুযায়ী, ডেলিভারির সময় বোলারেরা ১৫ ডিগ্রি পর্যন্ত কনুই ভাঙতে পারেন। তার বেশি হলেই অ্যাকশনে অসঙ্গতির অভিযোগ ওঠে।

Advertisement

পরীক্ষার ফলাফল না আসা পর্যন্ত খেলতে অসুবিধা ছিল না সুব্রায়েনের। তবে দক্ষিণ আফ্রিকা তাঁকে বাকি দুটো এক দিনের ম্যাচ থেকে বিশ্রাম দিয়েছে। কোচ শুকরি কনরাড বলেছেন, “ও খেলতে পারে। তবে আমরা চাই পরীক্ষা হওয়ার আগে পর্যন্ত বাইরের আওয়াজ যেন ওর কানে না ঢোকে। ওকে লোকচক্ষুর আড়ালে রাখতে চাই এবং পরীক্ষার আগে মানসিক ভাবে চাঙ্গা করে তুলতে চাই। তাই বাকি দুটো ম্যাচে খেলানো হবে না।”

এ দিকে, দক্ষিণ আফ্রিকার ইনিংসের ৩৭তম ওভারে বল করছিলেন অ্যাডাম জ়‌াম্পা। ফিল্ডিংয়ের সময় এক সতীর্থ বল ফস্কান এবং ওভারথ্রো হয়। এতেই মাথা ঠিক রাখতে পারেননি জ়াম্পা। সতীর্থের উদ্দেশে অশ্লীল ভাষায় কথা বলেন, যা ধরে পড়ে স্টাম্প মাইকে। তাঁকে সতর্ক করে দেওয়া হয়েছে আইসিসি-র তরফে। জ়াম্পা অপরাধ স্বীকারও করে নিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement