bronco test for team india

পেসারদের নিয়ে কড়া গম্ভীর! বুমরাহদের জন্য রাগবির ধাঁচে চালু হচ্ছে ‘ব্রঙ্কো’ পরীক্ষা, দৌড়তে হবে ১,২০০ মিটার, কী এই টেস্ট?

ভারতের এখনকার জোরে বোলারদের যা ফিটনেস, তাতে খুশি নন দলের কোচেরা। অবস্থা পাল্টাতে এ বার রাগবির ধাঁচে ‘ব্রঙ্কো’ পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেমন হয় এই পরীক্ষা?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ অগস্ট ২০২৫ ১২:২৯
Share:

ভারতীয় দলে আসছে নতুন ফিটনেস পরীক্ষা। ছবি: সমাজমাধ্যম।

ইংল্যান্ড সফরে মহম্মদ সিরাজ বাদে আর কোনও জোরে বোলার পাঁচ টেস্টে খেলতে পারেননি। জসপ্রীত বুমরাহকে তিনটে টেস্ট খেলানো হয়েছে। ভারতের জোরে বোলারদের যা ফিটনেস, তাতে খুশি নন দলের কোচেরা। অবস্থা পাল্টাতে এ বার রাগবির ধাঁচে ‘ব্রঙ্কো’ পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement

‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর খবর অনুযায়ী, দলের স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ আদ্রিয়ান লে রুর মস্তিষ্ক থেকে এই ভাবনা বেরিয়েছে। তিনি চান, জোরে বোলারেরা জিমে সময় কাটানোর চেয়ে মাঠে গিয়ে বেশি দৌড়োদৌড়ি করুন। কোচ গৌতম গম্ভীরেরও একই মত। তাই যৌথ ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কিছু কিছু ক্রিকেটার নাকি বেঙ্গালুরুতে বোর্ডের উৎকর্ষ কেন্দ্রে গিয়ে এই পরীক্ষা দিয়ে এসেছেন। ইয়ো-ইয়ো পরীক্ষা এবং দু’কিলোমিটার ট্রায়াল রানের মতো পরীক্ষা ইতিমধ্যেই রয়েছে। তার সঙ্গে আরও একটা পরীক্ষা যোগ করা হচ্ছে।

Advertisement

‘ব্রঙ্কো’ পরীক্ষায় প্রথমে ২০ মিটার দৌড়ে আবার স্টার্টিং পয়েন্টে ফিরে আসতে হয়। এর পর ৪০ মিটার দৌড়ে ফিরতে হয়। তার পর ৬০ মিটার দৌড়ে ফিরতে হয়। এই পুরো প্রক্রিয়া হল একটা সেট। এ ভাবে এক বারে পাঁচটা সেট করতে হয়। পাঁচটা সেট সম্পূর্ণ করতে একজন ক্রীড়াবিদকে ১,২০০ মিটার দৌড়তে হয়। ভারতীয় ক্রিকেটারদের বলা হয়েছে পাঁচ মিনিটের মধ্যে পাঁচটা টেস্ট সম্পূর্ণ করতে।

দলের এক সূত্র বলেছেন, “বার্ষিক চুক্তিতে থাকা ক্রিকেটারদের কয়েক জন ইতিমধ্যেই ব্রঙ্কো টেস্ট দিয়েছেন। ইদানীং দেখা গিয়েছে, ভারতের জোরে বোলারেরা সে ভাবে দৌড়চ্ছেন না। বরং অনেক সময় কাটাচ্ছেন জিমে। তাঁদের বলে দেওয়া হয়েছে, দৌড় আরও বাড়াতে হবে।”

জুন মাসে ফিটনেস কোচ হিসাবে আসেন লে রু। অতীতে দেড় বছর ভারতের ফিটনেস কোচ হিসাবে কাজ করেছেন। এর পর কলকাতা নাইট রাইডার্স এবং পঞ্জাব কিংসেও ফিটনেস কোচ ছিলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement