Bengal Cricket

৩৫ বছর রঞ্জি অধরা, বাংলা থেকে প্রতিভাবান ক্রিকেটার তুলে আনার আশ্বাস ক্রীড়ামন্ত্রী অরূপের

দীর্ঘ ৩৫ বছর রঞ্জি ট্রফি জিততে পারেনি বাংলা। এই পরিস্থিতিতে বাংলা থেকে প্রতিভাবান ক্রিকেটার গড়ার আশ্বাস দিয়েছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫ ২১:৩৯
Share:

হাওড়ায় ক্রিকেট প্রতিযোগিতায় মনোজ তিওয়ারির (বাঁ দিকে) সঙ্গে অরূপ বিশ্বাস (মাঝে)। —নিজস্ব চিত্র।

১৯৮৯-৯০ মরসুমে শেষ বার রঞ্জি ট্রফি জিতেছিল বাংলা। তার পর থেকে ঘরোয়া ক্রিকেটে ভারতসেরা হতে পারেনি এই রাজ্য। ফাইনালে উঠেও হারতে হয়েছে। এই পরিস্থিতিতে বাংলা থেকে প্রতিভাবান ক্রিকেটার তুলে আনার আশ্বাস দিয়েছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।

Advertisement

হাওড়ার দাসনগরে অনুষ্ঠিত হচ্ছে ‘এমএলএ কাপ’ ক্রিকেট প্রতিযোগিতা। শিবপুরের বিধায়ক তথা রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারির উদ্যোগে হয় এই প্রতিযোগিতা। শনিবার সকালে শুরু হয়েছে প্রতিযোগিতা। চলবে দু’দিন ধরে। সেখানে শনিবার উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি, তৃণমূল সাংসদ তথা যুব সভানেত্রী সায়নী ঘোষ-সহ বিশিষ্টজনেরা। সেখানেই তাঁর পরিকল্পনার কথা জানান অরূপ।

রাজ্যের ক্রীড়ামন্ত্রী বলেন, “দীর্ঘ দিন ধরে বাংলার রঞ্জি ট্রফি অধরা। তাই মনোজকে বলেছি, বাংলা থেকে প্রতিভাবান ক্রিকেটার তুলে তাদের প্রশিক্ষণ দিয়ে ভাল দল তৈরি করতে। তবেই রঞ্জি ট্রফি জেতা সম্ভব। সন্তোষ ট্রফি জয় করে যে আনন্দ হয়েছে, সেটা রঞ্জি জয় করেও পেতে হবে।” ক্রীড়ামন্ত্রীর সুর শোনা গিয়েছে প্রতিমন্ত্রীর গলাতেও। মনোজ বলেন, “এই ধরনের প্রতিযোগিতার মাধ্যমে প্রতিভাবান ক্রিকেটার তুলে এনে বাংলা দলে সুযোগ করে দেওয়াই আমাদের লক্ষ্য।”

Advertisement

শনিবার ও রবিবার দু’দিন দিবারাত্রি এই নকআউট প্রতিযোগিতা চলবে। জেলার ১৬টি দল অংশ নিয়েছে তাতে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement