Brian Lara

লারা ছাঁটাই, এ বার কোহলিদের বাতিল কোচকে দায়িত্ব দিল আইপিএলের দল

পয়েন্ট তালিকায় সবার নীচে শেষ করেছে সানরাইজার্স হায়দরাবাদ। তাই কোচ ব্রায়ান লারাকে ছাঁটাই করেছে ফ্র্যাঞ্চাইজি। বদলে বিরাট কোহলিদের প্রাক্তন কোচকে নেওয়া হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২৩ ১৭:২৩
Share:

ব্রায়ান লারা। —ফাইল চিত্র

গত মরসুমে ব্যর্থ হওয়ায় ব্রায়ান লারাকে কোচের পদ থেকে ছেঁটে ফেলল সানরাইজার্স হায়দরাবাদ। তার বদলে নিউ জ়িল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ড্যানিয়েল ভেত্তোরিকে কোচ হিসাবে নিয়ে এল হায়দরাবাদ। এর আগে বিরাট কোহলিদের দল আরসিবির কোচ ছিলেন ভেত্তোরি। অস্ট্রেলিয়ার বোলিং কোচের দায়িত্বও সামলেছেন তিনি।

Advertisement

ওয়েস্ট ইন্ডিজ়ের প্রাক্তন অধিনায়ক লারাকে ছেঁটে ফেলার কথা ঘোষণা করে দিয়েছে হায়দরাবাদ। সেইসঙ্গে ভেত্তোরির আসার কথাও তারা জানিয়েছে। গত মরসুমে ১০ দলের লিগে সবার নীচে শেষ করেছিল হায়দরাবাদ। দলে আইডেন মার্করাম, হ্যারি ব্রুক, হেনরিখ ক্লাসেনদের মতো ক্রিকেটার থাকার পরেও খারাপ ফলের দায় নিতে হয়েছে লারাকে।

২০১৫ সালের ক্রিকেট বিশ্বকাপের পরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ভেত্তোরি। তার আগে আইপিএলে আরসিবির হয়েই খেলতেন তিনি। সেই দলেরই কোচের ভূমিকায় ২০১৮ সাল পর্যন্ত ছিলেন তিনি। বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচও ছিলেন ভেত্তোরি। ২০২১ সালে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে বার্বাডোজ রয়্যালসের প্রধান কোচ হন ভেত্তোরি। অস্ট্রেলিয়ারও স্পিন বোলিং কোচ হয়েছিলেন তিনি। তাই তাঁর উপর ভরসা দেখাচ্ছে হায়দরাবাদ।

Advertisement

২০১৬ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল হায়দরাবাদ। তখন দলের কোচ ছিলেন টম মুডি। অধিনায়ক ছিলেন ডেভিড ওয়ার্নার। সেই দলে আমূল পরিবর্তন হয়েছে। বদলে গিয়েছে কোচিং দলও। কিন্তু ফল ভাল হচ্ছে না। প্রতি বছর একই ছবি। নিলাম টেবিলে বড় বড় নাম কেনার পরেও দল ব্যর্থ হচ্ছে। শেষ তিন বারের মধ্যে দু’বার সবার নীচে শেষ করেছে হায়দরাবাদ। সেই ছবিটা বদলানোর জন্য এ বার আবার কোচ বদল করল হায়দরাবাদ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন