শ্রীলঙ্কা ক্রিকেট দল। —ফাইল চিত্র।
এশিয়া কাপের দল ঘোষণা করল শ্রীলঙ্কা। ১৬ জনের দলকে নেতৃত্ব দেবেন চরিথ আশালঙ্কা। চোট সারিয়ে দলে ফিরলেন অলরাউন্ডার ওয়ানিন্দু হাসরঙ্গ। গত মাসে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে পারেননি চোটের জন্য। জ়িম্বাবোয়ের বিরুদ্ধে আগামী টি-টোয়েন্টি সিরিজ়েও বিশ্রাম দেওয়া হয়েছে ২৮ বছরের ক্রিকেটারকে।
হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছিলেন হাসরঙ্গ। গত জুলাই মাসে বাংলাদেশের বিরুদ্ধে এক দিনের সিরিজ় খেলার সময় চোট পেয়েছিলেন। তার পর থেকে মাঠের বাইরে রয়েছেন তিনি। এখনও পুরোপুরি ফিট না হলেও তাঁকে রেখেই এশিয়া কাপের দল নির্বাচন করেছেন শ্রীলঙ্কার নির্বাচকেরা। জোরে বোলার দুষ্মন্ত চামিরাকেও এশিয়া কাপের দলে রাখা হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে পরীক্ষিত এবং অভিজ্ঞদেরই নির্বাচন করা হয়েছে।
এশিয়া কাপের গ্রুপ পর্বে শ্রীলঙ্কাকে খেলতে হবে বাংলাদেশ, আফগানিস্তান এবং হংকংয়ের সঙ্গে। আগামী ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কার প্রথম ম্যাচ বাংলাদেশের সঙ্গে। ১৫ সেপ্টেম্বর তাদের প্রতিপক্ষ হংকং। ১৮ সেপ্টেম্বর রশিদ খানের আফগানিস্তানের মুখোমুখি হবেন আশালঙ্কারা।
এশিয়া কাপের জন্য শ্রীলঙ্কা দল: চরিথ আশালঙ্কা (অধিনায়ক), পাথুম নিশঙ্ক, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, নুয়ানিন্দু ফার্নান্ডো, কামিন্ডু মেন্ডিস, কামিল মিশারা, দাসুন শনাকা, ওয়ানিন্দু হাসরঙ্গ, দুনিথ ওয়েল্লালাগে, চামিকা করুণারত্নে, মাহিশ থিকশানা, দুষ্মন্ত চামিরা, বিনুরা ফার্নান্ডো, নুয়ান তুষারা এবং মাতিশা পাতিরানা।