Bangladesh Cricket

শ্রীলঙ্কার বিরুদ্ধে ইনিংসে হার, বাংলাদেশ বোর্ডকে কাঠগড়ায় তুলে নেতৃত্ব ছাড়লেন শান্ত, হার সিরিজ়েও

ইনিংস এবং ৭৮ রানে হেরে গেলেন নাজমুল হোসেন শান্তরা। সেই সঙ্গে সিরিজ়ও হেরে গেল বাংলাদেশ। দুই ইনিংসেই ব্যর্থ দলের ব্যাটিং বিভাগ। তাতেই ডুবতে হল গোটা দলকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ জুন ২০২৫ ১১:৪৬
Share:

নাজমুল হোসেন শান্ত। —ফাইল চিত্র।

পদত্যাগ করলেন নাজমুল হোসেন শান্ত। শ্রীলঙ্কার বিরুদ্ধে হারতেই বাংলাদেশের টেস্ট অধিনায়ক দায়িত্ব ছেড়ে দিলেন। তিনি শুধু লাল বলের ক্রিকেটেই অধিনায়ক ছিলেন। এর আগে এক দিনের ক্রিকেটে তাঁকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। তখন টেস্টের নেতৃত্ব থেকে সরে যেতে চেয়েছিলেন তিনি। কিন্তু শ্রীলঙ্কার বিরুদ্ধে তাঁকেই অধিনায়ক করে পাঠিয়েছিল বাংলাদেশ।

Advertisement

ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে পদত্যাগের কথা ঘোষণা করেন শান্ত। তিনি বলেন, “টেস্টে আমি আর অধিনায়ক থাকতে চাই না। এটা কোনও ব্যক্তিগত সিদ্ধান্ত নয়। দলের ভালর জন্যই এই সিদ্ধান্ত নিয়েছি। মনে করি, এই সিদ্ধান্ত দলকে সাহায্য করবে। বেশ কয়েক বছর আমি এই দলের সদস্য। আমার মনে হয় আন্তর্জাতিক মঞ্চে তিনটি ফরম্যাটে, তিন জন অধিনায়ক থাকা উচিত নয়। জানি না বোর্ড আমার সিদ্ধান্ত নিয়ে কী ভাববে। বোর্ডের সিদ্ধান্ত আমি মেনে নেব। তবে আমি ব্যক্তিগত ভাবে মনে করি যে, তিন জন অধিনায়ক থাকলে দলের অসুবিধা হয়। এমন নয় যে আমি হতাশ হয়ে সিদ্ধান্ত নিয়েছি। দলের ভালর জন্যই এই সিদ্ধান্ত।”

কিছু দিন আগে শান্তকে এক দিনের ক্রিকেটে নেতৃত্ব থেকে সরিয়ে দিয়েছিল বোর্ড। মেহিদি হাসান মিরাজকে অধিনায়ক করা হয়েছিল। শান্তর নেতৃত্বে ১৪টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। ২০২৩ সালের নভেম্বর থেকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। শান্তর নেতৃত্ব চারটি টেস্ট জিতেছে বাংলাদেশ। তার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে দু’টি টেস্ট রয়েছে। কিন্তু ন’টি টেস্টে হেরে যায় বাংলাদেশ। একটি টেস্ট ড্র করে।

Advertisement

শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে হেরে গেল বাংলাদেশ। ইনিংস এবং ৭৮ রানে হেরে গেলেন নাজমুল হোসেন শান্তরা। সেই সঙ্গে সিরিজ়ও হেরে গেল বাংলাদেশ। দুই ইনিংসেই ব্যর্থ দলের ব্যাটিং বিভাগ। তাতেই ডুবতে হল গোটা দলকে।

প্রথম ইনিংসে ২৪৭ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। কিন্তু শ্রীলঙ্কা ব্যাট করতে নেমে পাথুম নিশঙ্কের শতরানে ভর করে ৪৫৮ রান তুলে নেয়। যা চাপে ফেলে দেয় বাংলাদেশকে। দ্বিতীয় ইনিংসে আবারও ব্যর্থ হন শান্তরা। ১৩৩ রানের বেশি করতে পারেননি তাঁরা। ফলে ইনিংস এবং ৭৮ রানে হারতে হয় বাংলাদেশকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement