Bangladesh Vs Srilanka

প্রথম এক দিনের ম্যাচে ব্যাটিং ভরাডুবি বাংলাদেশের, ৭৭ রানে জিতল শ্রীলঙ্কা

শ্রীলঙ্কার বিরুদ্ধে এক দিনের সিরিজ়ের শুরুটাও ভাল করতে পারল না বাংলাদেশ। শ্রীলঙ্কার দুই স্পিনার ওয়ানিন্দু হাসরঙ্গ এবং কামিন্দু মেন্ডিসের বল সামলাতেই পারলেন না মেহদি হাসান মিরাজেরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ জুলাই ২০২৫ ২২:২০
Share:

জয়ের উচ্ছ্বাস শ্রীলঙ্কার ক্রিকেটারদের। ছবি: এএফপি।

প্রথম এক দিনের ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৭৭ রানে হেরে গেল বাংলাদেশ। প্রথমে ব্যাট করে ৪৯.২ ওভারে ২৪৪ রান করে শ্রীলঙ্কা। জবাবে মেহদি হাসান মিরাজদের ইনিংস শেষ হয় ৩৫.৫ ওভারে ১৬৭ রানে।

Advertisement

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক চরিথ আশালঙ্কা। তবে শুরুটা ভাল হয়নি আয়োজকদের ইনিংসের। ২৯ রানে ৩ উইকেট হারায় তারা। ব্যর্থ হন দুই ওপেনার পাথুম নিশাঙ্কা (শূন্য) এবং নিশান মধুশঙ্কা (৬)। রান পেলেন না চার নম্বরে নামা কামন্দু মেন্ডিসও (শূন্য)। চাপের মুখে শতরান করে দলকে লড়াই করার মতো জায়গায় পৌঁছে দিলেন শ্রীলঙ্কার অধিনায়ক। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে আশালঙ্কা খেললেন ১২৩ বলে ১০৬ রানের ইনিংস। ৬টি চার এবং ৪টি ছক্কা মেরেছেন তিনি। তাঁকে সঙ্গ দিলেন তিন নম্বরে নামা কুশল মেন্ডিস (৪৫), জনিথ লিয়ানাগে (২৯), মিলন রত্নায়েকে (২২) এবং ওয়ানিন্দু হাসরঙ্গ (২২)।

বাংলাদেশের বোলারদের মধ্যে সফলতম তাসকিন আহমেদ ৪৭ রানে ৪ উইকেট নিয়েছেন। তানজিম হাসান শাকিবের ৪৫ রানে ৩ উইকেট। এ ছাড়া ১টি করে উইকেট পেয়েছেন তনবীর ইসলাম এবং নাজমুল হোসেন শান্ত।

Advertisement

জয়ের জন্য ২৪৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বিপর্যয়ের মুখে পড়ে বাংলাদেশের ইনিংস। নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়েছেন মিরাজেরা। একটিও ভাল জুটি তৈরি করতে পারেননি বাংলাদেশের ব্যাটারেরা। ওপেনার তানজিদ হাসান (৬২) এবং সাত নম্বরে নামা জাকের আলি (৫১) ছাড়া বলার মতো রান করতে পারেননি বাংলাদেশের কোনও ব্যাটারই। শুধু তিন নম্বরে নেমে শান্ত করেছেন ২৩ রান।

শ্রীলঙ্কার হাসরঙ্গ ১০ রানে ৪ উইকেট নিয়েছেন। ১৯ রানে ৩ উইকেট কামিন্দুর। ১টি করে উইকেট নিয়েছেন আসিতা ফার্নান্ডো এবং মাহিশ থিকশানা। এই জয়ের ফলে তিন ম্যাচের এক দিনের সিরিজ়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেল আয়োজকেরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement