যশস্বী জয়সওয়াল। ছবি: পিটিআই।
ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৮৭ রানের ইনিংস খেলেছেন যশস্বী জয়সওয়াল। ১৩ রানের জন্য শতরান হাতছাড়া হলেও একটি নজির গড়েছেন তিনি। তরুণ ওপেনার ব্যাটারের ব্যাটে ভেঙে গিয়েছে ৫১ বছরের পুরনো রেকর্ড।
১৯৭৪ সালে এজবাস্টনে মাইক ডেনেসের ইংল্যান্ডের বিরুদ্ধে ১৬৫ বলে ৭৭ রানের ইনিংস খেলেছিলেন সুধীর নায়েক। এত দিন পর্যন্ত ইংল্যান্ডের এই মাঠে কোনও ভারতীয় ওপেনিং ব্যাটারের খেলা সর্বোচ্চ রানের ইনিংস ছিল সেটাই। বুধবার ৮৭ রানের ইনিংস খেলে সুধীরের সেই রেকর্ড ভেঙে দিলেন যশস্বী।
এজবাস্টনে টেস্ট ম্যাচে ভারতীয় ওপেনারদের সর্বোচ্চ রানের ইনিংসের তালিকায় শীর্ষে উঠে এলেন যশস্বী। দ্বিতীয় স্থানে চলে গেলেন সুধীর। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ১৯৭৯ সালে সুনীল গাওস্করের ৬৮ রানের ইনিংস। চতুর্থ স্থানে থাকল ২০২২ সালে খেলা চেতেশ্বর পুজারার খেলা ৬৬ রানের ইনিংস। পঞ্চম স্থানে রয়েছে ১৯৭৯ সালের টেস্টেই গাওস্করের ৬১ রান।
হেডিংলে টেস্টের প্রথম ইনিংসে শতরান করেছিলেন যশস্বী। দ্বিতীয় টেস্টেও ভাল রান পেলেন। এ বারের ইংল্যান্ড সফরে ভাল ফর্মে রয়েছেন ২৩ বছরের ব্যাটার। বুধবার টেস্ট ক্রিকেটে ১১তম অর্ধশতরান করলেন তিনি। লাল বলের ক্রিকেটে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ অর্ধশতরান করলেন।