Australia vs Afghanistan

রান আউট করলেন সতীর্থ, আবেদন তুলে নিলেন স্মিথ, আফগানিস্তান ম্যাচে প্রশংসিত অসি অধিনায়ক

আফগানিস্তানের সঙ্গে ম্যাচে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথের একটি আচরণ নজর কেড়েছে। আফগানিস্তানের এক ব্যাটারকে তাঁর দলের উইকেটকিপার রান আউট করে দিলেও আবেদন করেননি স্মিথ। তাঁর আচরণ প্রশংসিত হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ২২:১৭
Share:

এই রান আউট নিয়েই বিতর্ক। ছবি: সমাজমাধ্যম।

আফগানিস্তানের সঙ্গে অস্ট্রেলিয়ার ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। তবে সেই ম্যাচে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথের একটি আচরণ নজর কেড়েছে। আফগানিস্তানের এক ব্যাটারকে তাঁর দলের উইকেটকিপার রান আউট করে দিলেও আবেদন করেননি স্মিথ। আফগান ব্যাটার যাতে খেলা চালিয়ে যান, তার অনুরোধ করেছেন আম্পায়ারদের কাছে। স্মিথের আচরণ প্রশংসিত হয়েছে।

Advertisement

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আগে ব্যাট করে শেষ দিকে লড়াই করছিল আফগানিস্তান। তখনই ঘটে এই ঘটনা। ৪৭তম ওভারটি করেন নাথান এলিস। শেষ বলে অর্ধশতরানকারী আজমাতুল্লা ওমরজ়াই মিড উইকেটে শট খেলে একটি রান নেন। ওভার শেষ হয়ে গিয়েছে ভেবে প্রান্ত বদল করতে যাচ্ছিলেন অপর ব্যাটার নূর আহমদ। তখনও আম্পায়ার ওভার ঘোষণা করেননি। আহমদ ক্রিজ়‌ ছেড়ে বেরনোর পরেই উইকেটকিপার জশ ইংলিসের হাতে বল জমা পড়ে। তিনি আহমদকে রান আউট করে দেন।

গোটা বিষয়টিই ঘটে ভুল বোঝাবুঝির কারণে। তবে ইংলিশ রান আউটের আবেদন করার পরেই ছুটে আসেন স্মিথ। আম্পায়ারদের কাছে অনুরোধ করেন আহমদকে রান আউট না করতে। আম্পায়ারেরা সেই সিদ্ধান্ত মেনে নেন। খেলা চালিয়ে যান আহমদ। এই ঘটনার ভিডিয়ো ভাইরাল হতেই প্রশংসিত হয়েছে স্মিথের আচরণ।

Advertisement

তবে ২০২৩ সালে এ ভাবেই একটি রান আউট নিয়ে সমালোচিত হয়েছিল অস্ট্রেলিয়া। অ্যাশেজ় চলাকালীন ইংরেজ ব্যাটার জনি বেয়ারস্টোকে রান আউট করেছিলেন অসি উইকেটকিপার অ্যালেক্স ক্যারে। ম্যাচটি জেতে অস্ট্রেলিয়া। তবে মাঠের বাইরে সমালোচনা হয় তাঁদের ‘অখেলোয়াড়োচিত আচরণ’ নিয়ে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement