Pakistan Cricket

ভারতের বি দলও হারিয়ে দেবে পাকিস্তানকে! খোঁচা গাওস্করের, তোপ আক্রমেরও

চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে যাওয়ার পরেই পাকিস্তানের ক্রিকেট দলকে নিয়ে শুরু হয়েছে সমালোচনা। প্রাক্তন থেকে বর্তমান ক্রিকেটার, কেউই ছেড়ে কথা বলছেন না। এ বার আক্রমণ করলেন সুনীল গাওস্কর এবং ওয়াসিম আক্রম।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:১১
Share:

পাকিস্তান ক্রিকেট দল। ছবি: পিটিআই।

চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে যাওয়ার পরেই পাকিস্তানের ক্রিকেট দলকে নিয়ে শুরু হয়েছে সমালোচনা। প্রাক্তন থেকে বর্তমান ক্রিকেটার, কেউই ছেড়ে কথা বলছেন না। ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাওস্কর মনে করেন, ভারতের দ্বিতীয় সারির দলও পাকিস্তানকে বলে বলে হারিয়ে দেবে। ওয়াসিম আক্রমের ধারণা, পাকিস্তানের ক্রিকেটারদের শেখার ইচ্ছাই হারিয়ে গিয়েছে।

Advertisement

এক চ্যানেলে গাওস্করের খোঁচা, “ভারতের বি দলও পাকিস্তানের দম বার করে দিতে পারে। সি দলকে নিয়ে নিশ্চিত নই। কিন্তু ভারতের বি দলকে হারানোও এই পাকিস্তান দলের পক্ষে খুব খুব কঠিন।”

২৯ বছর পর আইসিসি-র প্রতিযোগিতা আয়োজন করছে পাকিস্তান। অথচ প্রতিযোগিতার পঞ্চম দিনেই বিদায় নিয়েছে তারা। ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর থেকেই পাকিস্তানের ক্রিকেটে সাফল্য অধরা। গাওস্করের মতে, দেশের প্রতিভাবান ক্রিকেটারদের ঠিক মতো ব্যবহারই করতে পারছে না পাকিস্তান।

Advertisement

গাওস্কর বলেছেন, “ওদের রিজ়‌ার্ভ বেঞ্চ একেবারেই শক্তিশালী নয়। পাকিস্তানে বরাবর সহজাত প্রতিভা ছিল। হয়তো টেকনিক্যাল দিকটা ঠিকঠাক ছিল না। তবে ব্যাট আর বলের সঙ্গে বোঝাপড়া দারুণ ছিল। ইনজামাম উল হককে দেখুন। ওর স্টান্স দেখিয়ে কখনওই কোনও তরুণ ব্যাটারকে অনুপ্রাণিত করতে পারবেন না। তবে ইনজামামের মানসিকতা দুর্দান্ত ছিল। ফলে টেকনিক্যাল অক্ষমতা অনায়াসে সামলে দিতে পারত।”

আক্রম আরও বেশি চাঁছাছোলা আক্রমণ করেছেন। তাঁর কথায়, “এত বছর ধরে এই ক্রিকেটারগুলোর পাশে রয়েছি আমরা। কিন্তু ওরা এত দিনেও কিছু শেখেনি। কোনও উন্নতি হয়নি। এখন বড় রদবদলের দরকার। ঘরোয়া ক্রিকেটের উন্নতি করতে হবে, যাতে ভবিষ্যতে ভাল মানের ক্রিকেটার উঠে আসে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement