India vs England 2025

২০ রানের জন‍্য ভাঙতে পারলেন না গাওস্করের রেকর্ড, তবু মাঠেই সানির কাছ থেকে উপহার পেলেন শুভমন, কী পেলেন ভারত অধিনায়ক?

শুভমন গিল অল্পের জন্য ভাঙতে পারেননি সুনীল গাওস্করের রেকর্ড। তবু সানির কাছ থেকে উপহার পেলেন ভারত অধিনায়ক।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২৫ ০১:১১
Share:

সুনীল গাওস্করের কাছ থেকে তাঁর জামা এবং টুপি উপহার পেলেন শুভমন গিল। ছবি: সংগৃহীত।

শুভমন গিল অল্পের জন্য ভাঙতে পারেননি সুনীল গাওস্করের রেকর্ড। তবু সানির কাছ থেকে তাঁর জামা এবং টুপি উপহার পেলেন ভারত অধিনায়ক।

Advertisement

ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজ়ে শুভমন ৭৫৪ রান করেছেন। গড় ৭৫.৪০। একটা সিরিজ়ে ভারতীয় ব্যাটারদের মধ্যে সব চেয়ে বেশি রান করার রেকর্ড গাওস্করের। ১৯৭১ সালে ওয়েস্ট ইন্ডিজ়ে মাটিতে ৭৭৪ রান করেছিলেন তিনি। মাত্র ২০ রানের জন্য সেই গড়তে পারলেন না শুভমন।

শনিবার ওভাল টেস্টে চতুর্থ দিনের খেলার শেষে মাঠে শুভমনকে জার্সি এবং টুপি উপহার দিয়ে গাওস্করের বলেন, “তুমি আমার রেকর্ড ভাঙবে ধরে নিয়ে তোমার জন‍্য উপহার এনেছিলাম। একটুর জন্য পারলে না। পরের সিরিজে নিশ্চয়ই পারবে। তবু তোমার জন্য যে ছোট্ট উপহার এনেছি সেটা তোমাকে দিতে চাই।”

Advertisement

গাওস্করের হাতে একটা কালো ব্যাগ ছিল। সেখান থেকে লাল টুপি বার করে শুভমনকে দিয়ে গাওস্করের বলেন, “খুব বেশি লোককে আমি এই টুপি দিই না। এতে আমার সই রয়েছে। এটা তোমার জন্য।” নিজের জামা অবশ্য গাওস্কর বার করেননি। সেটা ব্যাগের মধ্যেই ছিল। শুভমানকে গাওস্কর বলেন, “এক জন ‘এসজি’ লেখা এই জামাটা আমাকে দিয়েছিল। জানি না তোমার গায়ে এটা হবে কি না। তবু তোমাকে দিলাম।”

গাওস্করের অন্য একটা নজির অবশ্য শুভমান ভেঙে দিয়েছেন। ভারত অধিনায়ক হিসাবে একটা টেস্ট সিরিজ়ে সবচেয়ে বেশি রান করার রেকর্ড গড়েছেন তিনি। ১৯৭৮ সালে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে সিরিজ়ে ভারত অধিনায়ক হিসাবে ৭৩২ রান করেছিলেন গাওস্কর। এই সিরিজ়ে ৭৫৪ রান করে সেই রেকর্ড ভেঙে দিয়েছেন শুভমন।

রবিবার শেষ দিন মাঠে কী পরে আসবেন, সেটাও শুভমনকে বলে দেন গাওস্কর। তিনি বলেন, “আমার লাকি সাদা জ‍্যাকেটটা পরে আসব। অস্ট্রেলিয়ার গাব্বায় শেষ দিন ওটা পরেছিলাম। কালও ওটা পরে মাঠে আসব।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement