India Cricket

আবার ‘ভুল সিদ্ধান্ত’ রোহিত, গম্ভীরদের! অস্ট্রেলিয়া সফরের আগে সতর্কবার্তা গাওস্করের

অস্ট্রেলিয়া সিরিজ়ের আগে প্রস্তুতি ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় দল। রোহিত শর্মা, গৌতম গম্ভীরদের এই সিদ্ধান্ত বদল করা উচিত বলে জানিয়েছেন সুনীল গাওস্কর।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৪ ১৪:৩৮
Share:

(বাঁ দিকে) ভারতের কোচ গৌতম গম্ভীর ও অধিনায়ক রোহিত শর্মা। সুনীল গাওস্কর (ডান দিকে)। —ফাইল চিত্র।

নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে একের পর এক ভুল সিদ্ধান্তের খেসারত দিতে হয়েছে ভারতকে। ০-৩ ব্যবধানে সিরিজ় হারতে হয়েছে। এ বার সামনে অস্ট্রেলিয়া সফর। তার আগে প্রস্তুতি ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় দল। রোহিত শর্মা, গৌতম গম্ভীরদের এই সিদ্ধান্ত বদল করা উচিত বলে জানিয়েছেন সুনীল গাওস্কর। তাঁর মতে, প্রস্তুতি ম্যাচ খেললে সুবিধা হবে ভারতের। নইলে আবার ভুল করবে তারা।

Advertisement

অস্ট্রেলিয়ায় এখন রয়েছে ভারত ‘এ’ দল। প্রথমে ঠিক ছিল অস্ট্রেলিয়ায় গিয়ে তাদের সঙ্গেই একটি ম্যাচ খেলবেন রোহিতেরা। কিন্তু পরে সেই সিদ্ধান্ত বদল করে ভারত। ঠিক হয়, ১০ নভেম্বর অস্ট্রেলিয়া রওনা হবে দল। সেখানে গিয়ে পুরোটাই অনুশীলনের উপর জোর দেওয়া হবে। কোনও প্রস্তুতি ম্যাচ হবে না।

ভারতীয় দলের এই সিদ্ধান্ত মানতে পারছেন না গাওস্কর। তিনি বলেন, “আমার মনে হয় ভারতের প্রস্তুতি ম্যাচ খেলা উচিত। দলের সিনিয়র খেলোয়াড়দের হয়তো দরকার না থাকতে পারে। কিন্তু সরফরাজ় খান, ধ্রুব জুরেল, যশস্বী জয়সওয়ালেরা প্রথম বার অস্ট্রেলিয়ায় গিয়েছে। ওখানকার পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে হবে। অস্ট্রেলিয়া ‘এ’ দল না হলেও কুইন্সল্যান্ডের মতো দলের বিরুদ্ধে খেলা যেতে পারে। তা হলে ওখানকার উইকেটের গতি ও বাউন্সের সঙ্গে মানিয়ে নিতে ওদের সুবিধা হবে।”

Advertisement

অস্ট্রেলিয়ায় রোহিতদের নেটে অনুশীলনের নিয়মেও বদল চাইছেন গাওস্কর। তাঁর মতে, ভারতের মাঠে নেটে যে ভাবে অনুশীলন হয় সেটা অস্ট্রেলিয়ায় করলে হবে না। তিনি বলেন, “ওখানে গতির সঙ্গে মানিয়ে নিতে হবে। জোরে বোলারদের ২২ গজের বদলে ২০ গজ দূর থেকে বল করতে বলতে হবে। তা হলে বল জোরে আসবে। অস্ট্রেলিয়ার পিচে নতুন বল সামলে নিতে পারলে ব্যাট করতে কোনও সমস্যা হবে না। নতুন বল সামলানোই আসল চ্যালেঞ্জ।”

নিউ জ়িল্যান্ডের কাছে চুনকাম হয়ে সিরিজ় হেরেছে ভারত। এই হার রোহিতদের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের স্বপ্নে ধাক্কা দিয়েছে। পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে নেমে গিয়েছেন তাঁরা। এই পরিস্থিতিতে অস্ট্রেলিয়া সিরিজ়ের গুরুত্ব অনেক বেড়েছে। ফাইনাল খেলতে হলে জিততেই হবে। আগের দু’বার সে দেশে সিরিজ় জিতেছে ভারত। এ বার জিতলে জয়ের হ্যাটট্রিক করবেন রোহিতেরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement