Sunil Narine

৭৫ ঘণ্টায় প্রায় ১৪ হাজার ৫০০ কিলোমিটার ঘুরবেন কেকেআর তারকা, খেলতে পারেন চারটি ম্যাচ

৭৫ ঘণ্টার মধ্যে নারাইনকে চারটি ম্যাচ খেলতে হতে পারে। সেটার মধ্যে ১৮ ঘণ্টা বিমানযাত্রা করবেন তিনি। নারাইনের এমন পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সারের অধিনায়ক ক্রিস জর্ডন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৩ জুলাই ২০২৩ ০০:৩১
Share:

সুনীল নারাইন। —ফাইল চিত্র।

দু’টি আলাদা মহাদেশে খেলতে হবে সুনীল নারাইনকে। আমেরিকায় মেজর লিগ ক্রিকেটে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স খেলেন তিনি। আবার ইংল্যান্ডে ভাইটালিটি ব্লাস্ট প্রতিযোগিতায় খেলেন সারের হয়ে। এই দুই দলের হয়ে খেলার জন্যই নারাইনকে ৭৫ ঘণ্টার মধ্যে প্রায় ১৪ হাজার ৫০০ কিলোমিটার পাড়ি দিতে হতে পারে।

Advertisement

আইপিএল শেষ হওয়ার পর থেকে ইংল্যান্ডে রয়েছেন নারাইন। সেখানে সারের হয়ে খেলছেন তিনি। ১৫টি ম্যাচ খেলে ফেলেছেন সেই দলের হয়ে। ২০টি উইকেট নিয়ে দলের সর্বাধিক উইকেট শিকারিও তিনি। শুক্রবার সারের হয়ে কোয়ার্টার ফাইনাল জেতার পর আমেরিকায় চলে যান নারাইন। সেখানে লস অ্যাঞ্জেলস দলকে নেতৃত্ব দেবেন তিনি। বৃহস্পতিবার সেই দলের প্রথম ম্যাচ। সারে চাইছে শনিবার সকালে নারাইন ফিরে আসুক ইংল্যান্ডে। সেখানকার সময় অনুযায়ী দুপুর ২.৩০ থেকে খেলা শুরু হবে। সেই সেমিফাইনাল জিতলে তারা সে দিন সন্ধেতেই ফাইনাল খেলবে। রবিবার রাতে ম্যাচ রয়েছে লস অ্যাঞ্জেলসের। অর্থাৎ শনিবার রাতে ম্যাচ খেলেই আমেরিকা যেতে হবে নারাইনকে।

এর ফলে ৭৫ ঘণ্টার মধ্যে নারাইনকে চারটি ম্যাচ খেলতে হতে পারে। সেটার মধ্যে ১৮ ঘণ্টা বিমানযাত্রা করবেন তিনি। নারাইনের এমন পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সারের অধিনায়ক ক্রিস জর্ডন। তিনি বলেন, “নারাইন দলের প্রতি খুবই প্রতিশ্রুতিবদ্ধ। যে ভাবে অনুশীলন করে, ব্যাট করে, বল করে, উন্নতি করার চেষ্টা করা, তা সকলের কাছে শিক্ষণীয়। যে কোনও পরিস্থিতিতে লড়াই করার জন্য তৈরি থাকে নারাইন।”

Advertisement

আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেন নারাইন। ওয়েস্ট ইন্ডিজ়ের এই ক্রিকেটার দেশের হয়ে শেষ বার খেলেছিলেন ২০১৯ সালে। তার পর থেকে বিভিন্ন দেশে টি-টোয়েন্টি লিগ খেলেন তিনি। ৪৬৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা হয়ে গিয়েছে তাঁর। নিয়েছেন ৫০৯টি উইকেট।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন