সুরেশ রায়না। — ফাইল চিত্র।
রবিবার শেষ হয়েছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস (প্রতিযোগিতা)। ৯ উইকেটে পাকিস্তানকে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। শাহিদ আফ্রিদিদের দুরমুশ করে দিয়েছে তারা। তা দেখে সুরেশ রায়নার কটাক্ষ, খেলা হলে তাঁরাও পাকিস্তানকে গুঁড়িয়ে দিতে।
পহেলগাঁও হামলার প্রতিবাদে পাকিস্তানের বিরুদ্ধে এই প্রতিযোগিতায় দু’টি ম্যাচ থেকেই নাম তুলে নেয় ভারত। প্রথমে গ্রুপ পর্বের খেলা থেকে নাম তুলে নেয়। দুই দলই এক পয়েন্ট পায়। এর পর সেমিফাইনালে দুই দেশ মুখোমুখি হওয়ার সময়েও ভারত খেলতে চায়নি। পাকিস্তান উঠে যায় ফাইনালে।
ফাইনালে এবি ডিভিলিয়ার্সের ৬০ বলে ১২০ রানের সুবাদে বড় ব্যবধানে জিতেছে দক্ষিণ আফ্রিকা। তা দেখে রায়না সমাজমাধ্যমে লেখেন, “ফাইনালে কী অসাধারণ একটা ইনিংস খেলল ডিভিলিয়ার্স। পুরো উড়িয়ে দিল বিপক্ষকে। আমরা খেললেও পাকিস্তানকে এ ভাবেই গুঁড়িয়ে দিতাম। তবে সবার আগে দেশকে বেছে নিয়েছি।”
এ দিকে, ব্যক্তিগত লিগে ‘পাকিস্তান’ নাম ব্যবহারের ক্ষেত্রে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করল সে দেশের ক্রিকেট বোর্ড। ফলে আগামী দিনে ডব্লিউসিএলে ভারত বনাম পাকিস্তান ম্যাচ দেখা যাবে না। আয়োজকদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগও করেছে তারা। গ্রুপ পর্বের ম্যাচে ভারত নাম তুলে নেওয়া সত্ত্বেও যে ভাবে তাদের এক পয়েন্ট দেওয়া হয়েছে, তা নিয়েই পাক বোর্ডের আপত্তি। তাদের যুক্তি, পাকিস্তানকে পুরো দু’পয়েন্ট দেওয়া উচিত ছিল।
পাকিস্তান জানিয়েছে, বিশেষ বিশেষ ক্ষেত্রে দেশের নাম ব্যবহার করা যেতে পারে। তবে তার জন্য আগে থেকে অনুমতি নিতে হবে।