সূর্যকুমার যাদব। —ফাইল চিত্র।
অবশেষে টস জিতল ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে প্রথম ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন সূর্যকুমার যাদব। এই ম্যাচে প্রথম একাদশে তিনটি পরিবর্তন করেছে ভারতীয় দল।
টি-টোয়েন্টি সিরিজ়ে সমতা ফেরানোর লক্ষ্যে প্রথম একাদশে তিনটি পরিবর্তন করলেন সূর্যকুমারেরা। রবিবার প্রথম একাদশে এসেছেন জীতেশ শর্মা, অর্শদীপ সিংহ এবং ওয়াশিংটন সুন্দর। প্রথম একাদশ থেকে বাদ পড়েছেন কোচ গৌতম গম্ভীরের ‘প্রিয় পাত্র’ হিসাবে পরিচিত হয়ে যাওয়া হর্ষিত রানা। প্রথম একাদশে জায়গা হয়নি অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার সঞ্জু স্যামসনেরও। রাখা হয়নি কুলদীপ যাদবকেও। টস জিতে সূর্য বলেছেন, ‘‘আমরা প্রথমে ফিল্ডিং করতে চাই। কারণ আমরা রান তাড়া করতে পছন্দ করি।’’
অন্য দিকে, অস্ট্রেলিয়ার প্রথম একাদশেও পরিবর্তন হয়েছে। জস হেজ়লউডের পরিবর্তে খেলছেন সিন অ্যাবট। অ্যাশেজ় সিরিজ়ের কথা মাথায় রেখে সিরিজ়ের শেষ তিনটি টি-টোয়েন্টি ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে হেজ়লউডকে।
ভারতের প্রথম একাদশ: অভিষেক শর্মা, শুভমন গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, অক্ষর পটেল, শিবম দুবে, জীতেশ শর্মা, ওয়াশিংটন সুন্দর, অর্শদীপ সিংহ, বরুণ চক্রবর্তী এবং জসপ্রীত বুমরাহ।