IPL 2025

ভেঙে গেল সচিনের ১৫ বছরের পুরনো নজির, মুম্বইয়ের হয়ে নতুন কীর্তি সূর্যকুমারের

আইপিএল থেকে অনেক দিন আগে অবসর নিয়েছেন সচিন তেন্ডুলকর। তবু এত দিন তাঁর একটি রেকর্ড অক্ষত ছিল। সোমবার সেটি ভেঙে দিলেন সূর্যকুমার যাদব। কী করলেন তিনি?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ মে ২০২৫ ২২:৪১
Share:

সূর্যকুমার যাদব। ছবি: সমাজমাধ্যম।

আইপিএল থেকে অনেক দিন আগে অবসর নিয়েছেন সচিন তেন্ডুলকর। তবু এত দিন তাঁর একটি রেকর্ড অক্ষত ছিল। সোমবার সেটি ভেঙে দিলেন সূর্যকুমার যাদব। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে এক মরসুমে সবচেয়ে বেশি রান করার ক্ষেত্রে নজির গড়লেন মুম্বইয়ের ক্রিকেটার।

Advertisement

২০১০ মরসুমে মুম্বইয়ের হয়ে ৬১০ রান করেছিলেন সচিন। এত দিন পর্যন্ত সেটাই মুম্বইয়ের কোনও ক্রিকেটারের নজির ছিল। তা আর থাকল না। সোমবার ৫৭ রান করেন সূর্যকুমার। ৩৫ রান করার পরেই সচিনের নজির ভেঙে দেন।

এই নিয়ে গত তিনটে ম্যাচে অর্ধশতরান করলেন সূর্যকুমার। সব মিলিয়ে পাঁচটি অর্ধশতরান হয়ে গেল তাঁর। ৬৪০ রান করে ফেলেছেন। শুধু তা-ই নয়, কমলা টুপি পাওয়ার দৌড়েও নিজেকে রেখে দিয়েছেন। প্রথম স্থানে সাই সুদর্শন (৬৭৯) এবং দ্বিতীয় স্থানে থাকা শুভমন গিলের (৬৪৯) থেকে খুব বেশি দূরে নেই সূর্যকুমার।

Advertisement

২০২৩ মরসুমে ১৬ ইনিংসে ৬০৫ রান করেছিলেন সূর্যকুমার। অল্পের জন্য ছুঁতে পারেননি সচিনের নজির। এ বার আর অপেক্ষা করতে হল না তাঁকে।

শুধু রানই নয়, এক মরসুমে সবচেয়ে বেশি ছয় মারার ব্যাপারেও মুম্বই ব্যাটারদের মধ্যে সকলের আগে উঠে এলেন সূর্যকুমার। টপকে গেলেন ২০০৮ মরসুমে সনৎ জয়সূর্যের মারা ৩১টি ছয়কে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement