Suryakumar Yadav

অস্ট্রেলিয়া সিরিজ়‌ শুরুর আগেই ধাক্কা খেলেন সূর্যকুমার, বাদ পড়লেন নিজের রাজ্য দল থেকেই, লাল বলের কেরিয়ার কি শেষ?

অক্টোবরের শেষে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়‌ে দেশকে নেতৃত্ব দেবেন তিনি। তার আগে ধাক্কা খেলেন সূর্যকুমার যাদব। কী হল টি-টোয়েন্টি অধিনায়কের সঙ্গে?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২৫ ২১:০৯
Share:

মুম্বইয়ের ক্রিকেটার সূর্যকুমার যাদব। ছবি: পিটিআই।

অক্টোবরের শেষে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়‌ে দেশকে নেতৃত্ব দেবেন তিনি। তার আগে ধাক্কা খেলেন সূর্যকুমার যাদব। রাজ্য দল থেকেই বাদ পড়লেন তিনি। জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে মুম্বইয়ের যে দল ঘোষণা করা হয়েছে সেখানে নেওয়া হয়নি তাঁকে। প্রশ্ন উঠছে, সূর্যের লাল বলের কেরিয়ার কি শেষ?

Advertisement

প্রধান নির্বাচক সঞ্জয় পাটিল এবং দিলীপ বেঙ্গসরকর এ দিন ১৬ জনের দল ঘোষণা করেছেন। নেওয়া হয়েছে আয়ুষ মাত্রেকে। তিনি অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেই সরাসরি শ্রীনগরে গিয়ে দলের সঙ্গে যোগ দেবেন। মুম্বইকে নেতৃত্ব দেবেন শার্দূল ঠাকুর। দলে নেওয়া হয়েছে অজিঙ্ক রাহানেকেও। তবে সূর্যের নাম কোথাও নেই।

সূর্যকে যে বাদ দেওয়া হয়েছে তা অবশ্য মানতে রাজি নয় মুম্বই। সংস্থার সচিব অভয় হড়প বলেন, “সূর্যকে বাদ দেওয়া হয়নি। এই ম্যাচে ও খেলতে পারবে কি না সেটা আমরা জানতে পারিনি। মুম্বই ক্রিকেট সংস্থা ওর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল। কিন্তু ও কিছু জানাতে পারেনি।”

Advertisement

সূর্য যে এই ম্যাচে খেলতে পারবেন না তা বোঝা গিয়েছিল আগেই। মহারাষ্ট্রের বিরুদ্ধে মুম্বইয়ের প্রস্তুতি ম্যাচে খেলেননি তিনি। মুম্বইয়ের আর এক সূত্র বলেছেন, “আমাদের কোনও অসুবিধা নেই। এমনিতেই ভারতের টেস্ট দলে এখন সূর্যের সুযোগ পাওয়ার কোনও সম্ভাবনাই নেই। এক দিনের দলেও সুযোগ পাবে না। এখন ওর ৩৫ বছর বয়স। শুধু টি-টোয়েন্টিতেই খেলছে।”

গত মরসুমে মাত্র তিনটি ম্যাচে খেলেছিলেন সূর্য। ১০৮ রান করেছিলেন। হরিয়ানার বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে করা ৭০ রানই সর্বোচ্চ। সব মিলিয়ে ১৫ বছর খেলে প্রথম শ্রেণির ক্রিকেটে ৮৬টি ম্যাচে ৫৭৫৮ রান করেছেন। ১৪টি শতরান রয়েছে। ভারতের হয়ে মাত্র একটিই টেস্ট খেলেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement