ICC Champions Trophy 2025

এক অধিনায়কের অভিনন্দন বার্তা আর এক নেতাকে, রোহিতকে কী লিখলেন সূর্যকুমার?

গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আন্তর্জাতিক ২০ ওভারের ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন রোহিত শর্মা। তার পর সূর্যকুমার যাদব হন টি-টোয়েন্টি ক্রিকেটে জাতীয় দলের অধিনায়ক।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ মার্চ ২০২৫ ১৮:১৩
Share:

(বাঁ দিকে) রোহিত শর্মা এবং সূর্যকুমার যাদব (ডান দিকে)। —ফাইল চিত্র।

রোহিত শর্মাদের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের আনন্দে আত্মহারা ক্রিকেটপ্রেমীরা। আট থেকে আশি সকলেই উৎসবে মেতেছেন রবিবার। জয়ের এই আনন্দের সঙ্গে একাত্ম বোধ করছেন ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদবও। সতীর্থ রোহিতকে সমাজমাধ্যমে অভিনন্দন জানিয়েছেন সূর্যকুমার।

Advertisement

আগামী ২২ মার্চ থেকে শুরু হবে আইপিএল। রোহিত এবং সূর্যকুমার দু’জনেই খেলেন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে। দেশে ফিরে কয়েক দিন পরই আইপিএলের প্রস্ততি শিবিরে যোগ দেবেন রোহিত। চাইলে তখনই সতীর্থকে অভিনন্দন জানাতে পারতেন সূর্যকুমার। কিন্তু তত দিন অপেক্ষা করতে পারেননি ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক। সমাজমাধ্যমেই অভিনন্দন জানিয়েছেন রোহিতকে।

সূর্যকুমার লিখেছেন, ‘‘আমাদের অধিনায়ক আরও এক বার করে দেখিয়েছে, ভাল মানুষদের সঙ্গে ভাল জিনিসই ঘটে। রোহিত শর্মা হল সবচেয়ে ভাল। খুব সাহায্যকারী এবং সহজলভ্য মানুষদের এক জন। তোমার সুন্দর টুপিটায় আর একটা নতুন পালক যুক্ত হল। অভিনন্দন ভাই।’’ সূর্যকুমারের এই অভিনন্দন বার্তা ভাইরাল হয়েছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে।

Advertisement

গত টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর আন্তর্জাতিক ২০ ওভারের ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন রোহিত, বিরাট কোহলি এবং রবীন্দ্র জডেজা। একসঙ্গে তিন সিনিয়র ক্রিকেটার সরে যাওয়ার পর সূর্যকুমারকে টি-টোয়েন্টি ক্রিকেটে জাতীয় দলের অধিনায়ক করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ২০ ওভারের ক্রিকেটে বিশ্বের অন্যতম সেরা ব্যাটার হিসাবে বিবেচনা করা হয় তাঁকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement