David Warner

T20 World Cup 2021: ওয়ার্নারের ব্যাটে ফিরল রান, শ্রীলঙ্কাকে হারিয়ে দ্বিতীয় জয় অস্ট্রেলিয়ার

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিল অস্ট্রেলিয়াও। বৃহস্পতিবার তারা শ্রীলঙ্কাকে হারিয়ে দিল সাত উইকেটে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০২১ ২২:৫৯
Share:

রানে ফিরলেন ওয়ার্নার। ছবি রয়টার্স

ছন্দে ফিরলেন ডেভিড ওয়ার্নার। পাকিস্তানের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিল অস্ট্রেলিয়াও। বৃহস্পতিবার তারা শ্রীলঙ্কাকে হারিয়ে দিল সাত উইকেটে। টানা দু’টি জয় পেয়ে গ্রুপ এ-তে দ্বিতীয় স্থানে উঠে এল অ্যারন ফিঞ্চের দল।

Advertisement

বৃহস্পতিবার টসে জিতে শ্রীলঙ্কাকে ব্যাট করতে পাঠান ফিঞ্চ। পথুম নিশঙ্ক সাত রানে ফিরলেও শ্রীলঙ্কার ইনিংস এগিয়ে নিয়ে যান কুশল পেরেরা (৩৫) এবং বাংলাদেশ ম্যাচের নায়ক চরিত আশালঙ্কা (৩৫)। দু’জনে দ্বিতীয় উইকেটে ৬৩ রান যোগ করেন। তবে কয়েক বলের ব্যবধানে দু’জনেই ফিরে যান। পরের দিকে ভানুকা রাজাপক্ষ (অপরাজিত ৩৩) চালিয়ে খেলায় কোনও মতে দেড়শোর গন্ডি পার করে শ্রীলঙ্কা। নির্ধারিত ২০ ওভারে ১৫৪-৬ তোলে তারা।

দুবাইয়ের মাঠে পরে ব্যাট করা দলই সাফল্য পাচ্ছে। অস্ট্রেলিয়াও তার ব্যতিক্রম নয়। তবে অস্ট্রেলিয়াকে আশ্বস্ত করবে ওয়ার্নারের ছন্দ। দীর্ঘদিন ধরে রান পাচ্ছিলেন না এই ওপেনার। কিন্তু বৃহস্পতিবার শ্রীলঙ্কার বোলারদের মনের সুখে পেটান। তাঁর ৪২ বলে ৬৫ রানের ইনিংসে রয়েছে ১০টি চার। ওপেনিংয়ে নেমে ফিঞ্চও ২৩ বলে ৩৭ রানের কার্যকরী ইনিংস খেলে যান। প্রথম উইকেটে ৭০ রান উঠে যাওয়ায় ম্যাচ অস্ট্রেলিয়ার দিকেই ঝুঁকে ছিল। অস্ট্রেলিয়াকে জিতিয়ে দেন স্টিভ স্মিথ (অপরাজিত ২৮) এবং মার্কাস স্টোয়নিস (অপরাজিত ১৬)।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement