T20 World Cup 2022

মাঁকড়ীয় আউট করব না! বিশ্বকাপের আগে বিকল্প পথ বাতলে দিলেন অস্ট্রেলিয়ার পেসার

বল করার আগে ব্যাটার ক্রিজের বাইরে বেরিয়ে গেলে তাঁকে সতর্ক করা উচিত, কিন্তু আউট করা উচিত নয় বলে মত অস্ট্রেলিয়ার বোলারের। বিকল্প পথের কথা বলেছেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২২ ১৮:৪২
Share:

আইপিএলে জস বাটলারকে মাঁকড়ীয় আউট করে বিতর্কের মুখে পড়েছিলেন অশ্বিন। —ফাইল চিত্র

মাঁকড়ীয় আউটের বিকল্প পথ বাতলে দিলেন অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক। তাঁর মতে, এ ভাবে আউট না করেও ব্যাটারকে ক্রিজের বাইরে বার হওয়া থেকে আটকানো যায়। তিনি নিজে এ ভাবে আউট করার পক্ষে নন। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে সুযোগ পেয়েও জস বাটলারকে মাঁকড়ীয় আউট করেননি স্টার্ক।

Advertisement

কী বলেছেন স্টার্ক?

এক সাক্ষাৎকারে স্টার্ক বলেন, ‘‘এর একটা সহজ বিকল্প আছে। যখনই কোনও ব্যাটার বল করার আগে ক্রিজের বাইরে বার হবে তখনই দলের মোট রান থেকে এক রান কেটে নিতে হবে। তা হলেই ব্যাটার সতর্ক হবে।’’

Advertisement

টি-টোয়েন্টিতে একটা রান হার-জিতের হিসাব করে দেয়। প্রতিটা রানের জন্য লড়াই করেন ক্রিকেটাররা। এ ভাবে রান কেটে নিলে তার প্রভাব পড়তে বাধ্য বলে মনে করেন স্টার্ক। তিনি বলেন, ‘‘টি-টোয়েন্টিতে এক রানে খেলার ফল বদলে যায়। তাই যদি কোনও দল দেখে ক্রিজের বাইরে যাওয়ায় তাদের ২০ রান কেটে নেওয়া হয়েছে, তা হলে পরের ম্যাচ থেকে আর সেটা তারা করবে না।’’

শুধু বাটলার নন, এর আগে অনেক বার তিনি ব্যাটারদের ক্রিজের বাইরে বার হওয়া থেকে সতর্ক করেছেন বলে জানিয়েছেন স্টার্ক। তাঁর কথায়, ‘‘আমি আগেও অনেককে সতর্ক করেছি। রান নেওয়ার তাড়ায় অনেক সময় ব্যাটাররা আগে থেকে বেরিয়ে যায়। সে জন্য তাদের সতর্ক করা যায়। তবে আউট করা উচিত নয়।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement