Shaheen Afridi

বিশ্বকাপের আগে বিতর্ক বাড়ছে পাকিস্তানে! শাহিনের চোট নিয়ে তোলপাড়, ঝামেলা আফ্রিদি-বোর্ডের

থামছেই না বিতর্ক। এ বার শাহিনের চিকিৎসা নিয়ে পিসিবিকে এক হাত নিলেন আফ্রিদি। প্রাক্তন অধিনায়কের দাবি, বোর্ডের উদাসীনতাতেই শাহিনের সুস্থ হতে সময় লাগছে। অভিযোগ খারিজ করেছে পাক বোর্ড।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২২ ১৪:৩৮
Share:

শাহিনের চোট নিয়ে পাক বোর্ডকে দুষলেন আফ্রিদি। ছবি: টুইটার।

পাকিস্তান ক্রিকেট বিতর্কের আঁতুর ঘর। এ বার শাহিন আফ্রিদির চোট নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে তোপ শাহিদ আফ্রিদির! প্রাক্তন অলরাউন্ডারের অভিযোগ, পিসিবির উদাসীনতার জন্যই বাঁহাতি জোরে বোলারের সুস্থ হতে এত সময় লাগল। পিসিবির পাল্টা দাবি, অসত্য বলছেন প্রাক্তন অধিনায়ক।

Advertisement

শ্রীলঙ্কা সফরে চোট পেয়েছিলেন শাহিন। তা নিয়ে এক সাক্ষাৎকারে আফ্রিদি বলেছেন, ‘‘শাহিনকে সুস্থ করতে পিসিবি কিছুই করেনি। শাহিন নিজের খরচে লন্ডনের টিকিট কেটেছে। হোটেলে ঘর ভাড়া নিয়েছে। আমি ওর চিকিৎসকের ব্যবস্থা করে দিয়েছি। লন্ডন পৌঁছে আমার ঠিক করে দেওয়া চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করে শাহিন। সম্পূর্ণ নিজের চেষ্টাতেই ও সুস্থ হয়েছে।’’ পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক আরও বলেছেন, ‘‘সমস্ত খরচ নিজেই করেছে শাহিন। থাকা, খাওয়া, চিকিৎসা— সব খরচ। যত দূর জানি, জাকির খান (পিসিবির ডিরেক্টর অব ক্রিকেট) বার দুয়েক ওর সঙ্গে কথা বলেই দায়িত্ব সেরেছেন।’’

আফ্রিদির এই অভিযোগ উড়িয়ে দিয়েছে পিসিবি। আফ্রিদির দাবির কোনও সত্যতা নেই বলে জানিয়েছে পাক বোর্ড। এক বিবৃতিতে পাক বোর্ড জানিয়েছে, ‘ক্রিকেটারদের চোট আঘাত থেকে মুক্ত করতে বোর্ড সব সময় আন্তরিক এবং দায়িত্বশীল। চিকিৎসার ব্যবস্থা করা বা চিকিৎসা পরবর্তী প্রক্রিয়ায় সব সময় সাহায্য করে বোর্ড।’

Advertisement

আফ্রিদির আক্রমণের পরেই শাহিন এবং ফখর জমানের চোটের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে নেটমাধ্যমে জানিয়েছে পিসিবি। জমানের লন্ডন যাওয়া এবং চিকিৎসার সব ব্যবস্থা তারাই করেছে বলেও জানিয়েছে পিসিবি। পাক বোর্ড জানিয়েছে, ‘এশিয়া কাপের ম্যাচে চোট পেয়েছে জমান। বোর্ডের নিয়ম অনুযায়ী চিকিৎসকদের পরামর্শ নেওয়া হয়েছে। সেই মতো লন্ডনে বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। যত দিন জমানকে চিকিৎসার জন্য লন্ডনে থাকতে হবে, তত দিনের সব খরচ বহন করবে পিসিবি।’ আরও জানানো হয়েছে, ‘শাহিনের চোটের উন্নতি খুবই সন্তোষজনক।’

অন্য দিকে, পাকিস্তানের প্রধান নির্বাচক মহম্মদ ওয়াসিম বলেছেন, ‘‘শাহিনের ব্যাপারে আমরা যে রিপোর্ট পেয়েছি, তা অত্যন্ত উৎসাহজনক। আগামী মাসের শুরু থেকেই বোলিং অনুশীলন করতে পারবে।’’ হাঁটুর চোট সারিয়ে এখন প্রায় সুস্থ শাহিন। লন্ডনে জিমে ট্রেনিং শুরু করেছেন। চিকিৎসকরা জানিয়েছেন, অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে কোনও সমস্যা নেই তাঁর।

উল্লেখ্য, এশিয়া কাপের দলে থাকলেও চোটের জন্য খেলতে পারেননি শাহিন। চিকিৎসার জন্য তাঁকে লন্ডন যেতে হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন