Hardik Pandya

নরমে-গরমে হার্দিক! বিশ্বকাপের সেমিফাইনালে শান্ত থাকার রহস্য জানালেন ভারতীয় ক্রিকেটার

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে নামার আগে ভিতরে ভিতরে উত্তেজিত হলেও বাইরে শান্ত হার্দিক পাণ্ড্য। কী ভাবে নিজের আবেগ নিয়ন্ত্রণ করেন তিনি? জানালেন ভারতীয় অলরাউন্ডার।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২২ ১৩:৪৮
Share:

এ বারের বিশ্বকাপে এখনও ধারাবাহিক ভাবে ভাল খেলতে পারেননি হার্দিক পাণ্ড্য। —ফাইল চিত্র

বিশ্বকাপের সেমিফাইনালে নামার আগে ভিতরে ভিতরে উত্তেজিত হার্দিক পাণ্ড্য। কিন্তু বাইরে শান্ত তিনি। এত গুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগে কী ভাবে নিজের আবেগ নিয়ন্ত্রণ করেন সেই প্রশ্নের জবাব দিলেন ভারতীয় ক্রিকেটার।

Advertisement

ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামার আগে হার্দিক বলেছেন, ‘‘বিশ্বকাপের সেমিফাইনাল বলে কথা। ভিতরে ভিতরে খুব উত্তেজিত। এখান থেকে প্রতিটা বল খুব গুরুত্বপূর্ণ। তাই উত্তেজিত থাকার পাশাপাশি নিজেকে শান্ত রেখেছি। খেলা নিয়েই ভাবছি।’’

কিন্তু কী ভাবে নিজেকে এতটা শান্ত রাখেন হার্দিক? জবাবে ভারতীয় অলরাউন্ডার বলেছেন, ‘‘আমাকে অনেকেই জিজ্ঞাসা করেন, এত কঠিন পরিস্থিতিতে কী ভাবে নিজেকে শান্ত রাখি। এটা নির্ভর করছে প্রস্তুতির উপর। যদি প্রস্তুতির সময় সব কিছু ঠিকঠাক হয় তা হলে আলাদা আত্মবিশ্বাস থাকে। আর আত্মবিশ্বাস ভাল থাকলে নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখা যায়।’’

Advertisement

দলের দুই ব্যাটার বিরাট কোহলি ও সূর্যকুমার যাদবের প্রশংসা করেছেন হার্দিক। এ বারের বিশ্বকাপে ভারতের সব থেকে সফল ব্যাটার তাঁরা। হার্দিক বলেছেন, ‘‘কখনও মনে হচ্ছে, আমরা ভাল ব্যাট করতে পারছি না। আবার কখনও মনে হচ্ছে, ওরা বেশি ভাল খেলছে। কোহলি দীর্ঘ দিন ধরে ভারতের হয়ে এই কাজটা করেছে। অন্য দিকে আমার মনে হয়, সূর্যর দু’বছর আগে ভারতীয় দলে সুযোগ পাওয়া উচিত ছিল।’’

এখনও পর্যন্ত বিশ্বকাপে ভাল খেলেছে ভারত। সেমিফাইনালে ইংল্যান্ডকে হারাতে পারলে ফাইনালে উঠবেন রোহিত শর্মারা। নিউজ়িল্যান্ডকে হারিয়ে আগেই ফাইনালে উঠেছে পাকিস্তান। তাদের বিরুদ্ধে খেলার জন্য মুখিয়ে হার্দিকরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন