India VS Pakistan

রবিবার ভারত-পাকিস্তান ম্যাচে তিন টেনিস তারকাকে খুঁজে পেলেন গাওস্কর!

গাওস্কর বলেছেন, কোহলি ৭০ বা ৮০ রান করলেও মন ভরে না। সেরা খেলোয়াড়দের পারফরম্যান্সের সামান্য বিচ্যুতিও ব্যর্থতা বলে মনে হয়। হার্দিকের ইনিংস দেখেও খুশি প্রাক্তন অধিনায়ক।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২২ ১৫:৩৪
Share:

খেলা শুরুর আগে দু’দলের ক্রিকেটাররা। ছবি: টুইটার।

টেনশনে ধারাভাষ্যকারদের নির্দিষ্ট ঘর ছেড়ে নেমে এসেছিলেন মাঠের ধারে। শেষ বলে ভারত জিততেই শিশুর মতো লাফিয়ে উঠেছিলেন সুনীল গাওস্কর। বিরাট কোহলির ইনিংস দেখে মুগ্ধ ভারতের প্রাক্তন অধিনায়ক। কোহলিকে তিনি তুলনা করেছেন রজার ফেডেরার, নোভাক জোকোভিচ, রাফায়েল নাদালের সঙ্গে। প্রাক্তন ক্রিকেটার বলেছেন, ‘‘ফেডেরার, নাদাল, জোকোভিচরা সেমিফাইনাল বা ফাইনালে জিততে না পারলে, লোকে ভাবে পারফরম্যান্স ভাল হয়নি। টাইগার উডস কোনও প্রতিযোগিতায় দ্বিতীয় বা তৃতীয় স্থানে শেষ করলেও একই কথা বলা হয়। সেরকমই কোহলি ৭০ বা ৮০ রান করলেও ক্রিকেটপ্রেমীরা খুশি হন না। আসলে বড় খেলোয়াড়রা নিজেদের এমন একটা মান ঠিক করে নেয়, যে একটু বিচ্যুতি হলেই মনে হয় সেরা ছন্দে নেই।’’

Advertisement

কোহলিকে নিয়ে তিনি আরও বলেছেন, ‘‘শতরানের জন্য খেলে না কোহলি। রান করার জন্য খেলে। দলের প্রতি ওর দায়বদ্ধতা দুর্দান্ত। কারণ ও জানে, উইকেটে জমে গেলে শতরান আসতেই পারে। শতরান না করলে অনেকেই বলেন, কোহলি রান পাচ্ছে না। ৬০, ৭০ রান করলেও ওকে ব্যর্থ মনে করা হয়! কয়েকটা ইনিংসে ব্যর্থ হতেই পারে। সব ব্যাটারই ব্যর্থ হয়।’’

রবিবারের ম্যাচ নিয়ে উচ্ছ্বাস গোপন করেননি গাওস্কর। হার্দিকের ব্যাটিংও মনে ধরেছে তাঁর। বলেছেন, ‘‘৪০ ওভারের ম্যাচের ফয়সালা শেষ বলে হচ্ছে মানেই সুতোর উপর ঝুলছিল ব্যাপারটা। যাঁরা মাঠে এসেছিলেন বা যাঁরা টেলিভিশনের পর্দার সামনে বসেছিলেন— সকলেরই পয়সা উশুল হয়ে গিয়েছে। কোহলির সঙ্গে হার্দিক পাণ্ড্যকেও জয়ের জন্য কৃতিত্ব দিয়েছেন তিনি। গাওস্কর বলেছেন, ‘‘কোহলি আর হার্দিক মিলে মাঠে যেন আতসবাজি ফাটাচ্ছিল। ওদের দেখে মনে হচ্ছিল, দীপাবলি আগেই চলে এসেছে।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন