Mustafizur Rahman Controversy

নিজের বোর্ডকে দু’বার ভাবতে বললেন তামিম! মুস্তাফিজুর-বিশ্বকাপ বিতর্কে প্রথম মুখ খুললেন বাংলাদেশের কোনও ক্রিকেটার

আবার আইসিসি-কে চিঠি পাঠিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়ে দিল, ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চায় না তারা। একই দিনে তামিম ইকবাল জানিয়েছেন, বিসিবি যে সিদ্ধান্তই নিক না কেন, যথেষ্ট ভাবনাচিন্তা করে নেওয়া উচিত।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২৬ ২১:৪৮
Share:

তামিম ইকবাল। — ফাইল চিত্র।

প্রত্যাশামতোই আবার আইসিসি-কে চিঠি পাঠাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্পষ্ট জানিয়ে দিল, ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চায় না তারা। একই দিনে সাংবাদিক বৈঠকে হাজির হয়ে দলের ক্রিকেটার তামিম ইকবাল জানিয়েছেন, বিসিবি যে সিদ্ধান্তই নিক না কেন, যথেষ্ট ভাবনাচিন্তা করে নেওয়া উচিত। কারণ এর সঙ্গে দেশের স্বার্থ জড়িয়ে।

Advertisement

বুধবার বিসিবি-র কর্তাদের সঙ্গে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের বৈঠকের পরেই স্পষ্ট হয়ে গিয়েছিল, নিজেদের অবস্থানে অনড় থাকবে বিসিবি। এ দিন সংবাদ সংস্থা পিটিআই-কে বিসিবি-র এক সূত্র বলেছেন, “ক্রীড়া মন্ত্রকের উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠকের পর বিসিবি আবার একটি চিঠি পাঠিয়েছে আইসিসি-কে। নিরাপত্তা নিয়ে বিসিবি যে যে সমস্যার কথা বলেছিল, তার বিস্তারিত জানতে চেয়েছিল আইসিসি। সেটারই উত্তর দেওয়া হয়েছে।” চিঠিতে কী লেখা হয়েছে, সে ব্যাপারে কিছু বলতে চাননি ওই কর্তা।

তবে তামিম চান, আলাপ-আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান হলেই ভাল। তিনি বিশ্বকাপের অংশগ্রহণ নিয়ে অহেতুক জলঘোলা চাইছেন না। জিয়া আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট প্রতিযোগিতার ট্রফি উন্মোচনে এসে তামিম বলেছেন, “আমি বিসিবি-র সঙ্গে যুক্ত নই। বাকিদের মতো সংবাদমাধ্যমে থেকেই বিষয়টা জেনেছি। তাই এ বিষয়ে আমার কথা বলা শোভা পায় না। আমার মতে, বাংলাদেশ ক্রিকেটের স্বার্থ, ভবিষ্যৎ এবং বাকি সব কিছু মাথায় রেখেই যে কোনও সিদ্ধান্ত নেওয় উচিত। কথাবার্তার মাধ্যমে সমস্যা মেটানো গেলে তার চেয়ে ভাল কিছু হয় না।”

Advertisement

তামিমের মতে, বিষয়টি স্পর্শকাতর। তাই প্রকাশ্যে কোনও মন্তব্য করার আগে বিসিবি কর্তাদের উচিত নিজেদের মধ্যে বৈঠক করে সঠিক রাস্তা খুঁজে বার করা। যে হেতু বিসিবি-র বেশির ভাগ টাকাই আসে আইসিসি-র থেকে, তাই যে কোনও সিদ্ধান্তের আগে বাংলাদেশ ক্রিকেটের স্বার্থ মাথায় রাখা দরকার বলে মনে করেন তামিম।

ওপেনারের কথায়, “আমি যদি থাকতাম তা হলে প্রকাশ্যে কোনও মন্তব্য করার আগে নিজেদের মধ্যে বিষয়টা নিয়ে আলোচনা করতাম। কারণ এটা স্পর্শকাতর বিষয়। আপনি প্রকাশ্যে কোনও কথা বললে সেটা ঠিকই হোক বা ভুল, তা থেকে পিছিয়ে আসা মুশকিল। সকলের আগে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎকে রাখা উচিত। আমাদের বোর্ডের ৯০-৯৫ শতাংশ অর্থ আসে আইসিসি থেকে। তাই সেটা ভেবে সিদ্ধান্ত নেওয়া উচিত।”

বাংলাদেশের দর্শকদের ক্ষোভের বিষয়টি দূরে সরিয়ে রেখে বিসিবি কর্তাদের সিদ্ধান্ত নিতে বলেছেন তামিম। তাঁর কথায়, “দর্শকেরা আবেগের বশে অনেক কিছু বলে ফেলেন। সব কিছু নিয়ে যদি আমরা চিন্তা করি তা হলে এত বড় সংস্থা চালাতে পারবেন না। কারণ আপনার আজকের সিদ্ধান্ত আগামী ১০ বছর পর কী প্রভাব ফেলবে বাংলাদেশের ক্রিকেটের জন্য এবং ক্রিকেটারদের জন্য কোনটা ভাল হবে, সব চিন্তা করেই সিদ্ধান্ত নেওয়া দরকার।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement