লর্ডসে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের উল্লাস। ছবি: রয়টার্স।
ক্রিকেটে বলা হয় ‘ক্যাচেস উইন ম্যাচেস।’ দক্ষিণ আফ্রিকা শেষ পর্যন্ত ম্যাচ জিতবে কি না তা জানতে এখনও অপেক্ষা করতে হবে। তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রথম দিনের প্রথম সেশন দক্ষিণ আফ্রিকার। মেঘলা পরিবেশে দাপট দেখালেন বোলারেরা। পাল্লা দিয়ে একের পর এক ভাল ক্যাচ ধরলেন ফিল্ডারেরা। তার ফলে শুরুতেই চাপে অস্ট্রেলিয়া।
মেঘলা পরিবেশে লর্ডসে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিতে দু’বার ভাবেননি দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তাঁর সিদ্ধান্ত যে সঠিক তা প্রথম সেশনেই প্রমাণ করে দিলেন কাগিসো রাবাডা, মার্কো জানসেনরা। নতুন বল কাজে লাগালেন তাঁরা। ইংল্যান্ডের পরিবেশে লাল ডিউক এমনই সুইং করে। দক্ষিণ আফ্রিকার বোলারেরা অনেক বেশি গুড ও ফুল লেংথে বল করলেন। তাতে বল আরও সুইং করল। ফলে সমস্যায় পড়লেন ব্যাটারেরা।
তবে শুধু ভাল বল করলেই হয় না, সুযোগ কাজে লাগাতে হয় ফিল্ডারদের। প্রথম সেশনে দক্ষিণ আফ্রিকার স্লিপ ক্যাচিং নজর কাড়ার মতো। সপ্তম ওভারে অস্ট্রেলিয়াকে জোড়া ধাক্কা দেন রাবাডা। প্রথমে শূন্য রানের মাথায় উসমান খোয়াজা ও পরে চার রানের মাথায় ক্যামেরন গ্রিনকে আউট করলেন তিনি। প্রথম ক্ষেত্রে ডেভিড বেডিংহ্যাম ও দ্বিতীয় ক্ষেত্রে এডেন মার্করাম ভাল ক্যাচ ধরলেন। বিশেষ করে দ্বিতীয় ক্যাচের কথা বলতে হয়। তৃতীয় স্লিপে থাকা ফিল্ডারও ক্যাচের জন্য ঝাঁপিয়েছিলেন। ফলে মার্করাম ভাল ভাবে বল দেখতে পাননি। তার পরেও ঠিক জায়গায় হাত ছিল তাঁর।
জোড়া ধাক্কার পর মার্নাশ লাবুশেন ও স্টিভ স্মিথ জুটি বাঁধেন। তাঁরা ধীরে ধীরে খেলছিলেন। কয়েকটা বল ব্যাটের পাশ দিয়ে গেলেও কানায় লাগেনি। দেখে মনে হচ্ছিল, অস্ট্রেলিয়ার দুই সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার দলের রান সামলে নেবেন। তখনই নিজের উচ্চতা কাজে লাগালেন জানসেন। তাঁর একটা বাউন্সার লাবুশেনের কাঁধে লাগে। ফলে কিছুটা হলেও মনঃসংযোগে ধাক্কা লাগে। পরের বলটাই লেংথে করেন জানসেন। চেষ্টা করেও ব্যাট সরাতে পারেননি লাবুশেন। বল ব্যাট ছুঁয়ে কিপার কাইল ভেরেইনির কাছে যায়। ১৭ রান করে ফেরেন লাবুশেন।
দক্ষিণ আফ্রিকার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল ট্রেভিস হেডকে আউট করা। গত বার ফাইনালে ভারতের বিরুদ্ধে হেডের শতরানেই জিতেছিল অস্ট্রেলিয়া। এই ম্যাচেও চার মেরে শুরু করেন হেড। কিন্তু ভাগ্য সঙ্গ দিল না তাঁর। মধ্যাহ্নভোজের বিরতির আগে শেষ ওভারে জানসেনের লেগ সাইডে করা বলে চার মারার চেষ্টা করেন হেড। বল ব্যাটে লেগে পিছন দিকে যায়। ডান দিকে ঝাঁপিয়ে এক হাতে ক্যাচ ধরেন ভেরেইনি। ১১ রান করে আউট হন হেড। বিরতিতে অস্ট্রেলিয়ার রান ৪ উইকেট হারিয়ে ৬৭। একাই লড়ছেন স্মিথ। ২৬ রান করে অপরাজিত রয়েছেন তিনি।