India predicted XI vs Bangladesh

পাকিস্তান ম্যাচের দলই কি খেলাবে ভারত? বাংলাদেশের বিরুদ্ধে রোহিতদের প্রথম একাদশ কেমন হতে পারে

পাকিস্তানের বিরুদ্ধে জায়গা হয়নি রবিচন্দ্রন অশ্বিনের। বদলে শার্দূল ঠাকুর জায়গা পেয়েছিলেন ভারতের প্রথম একাদশে। বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধেও কি সেই দলই খেলবে?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২৩ ১৩:৪৭
Share:

রোহিত শর্মা। —ফাইল চিত্র

পাকিস্তানের বিরুদ্ধে দুই স্পিনার খেলিয়েছিল ভারত। জায়গা হয়নি রবিচন্দ্রন অশ্বিনের। বদলে শার্দূল ঠাকুর জায়গা পেয়েছিলেন ভারতের প্রথম একাদশে। বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধেও কি সেই দলই খেলবে? নাকি ভারতের প্রথম একাদশে কোনও বদল হতে পারে? পুণের মাঠ ও বাংলাদেশ দলের দিকে তাকালে মাত্র একটি বদলই হতে পারে রোহিত শর্মাদের দলে।

Advertisement

ভারতের সম্ভাব্য একাদশ:

রোহিত শর্মা— ভারতীয় দলের অধিনায়ক ফর্মে রয়েছেন। ভাল ব্যাটিং করার পাশাপাশি সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। নিজেপর ব্যাটিং ফর্ম বাংলাদেশের বিরুদ্ধেও বজায় রাখতে চাইবেন রোহিত।

Advertisement

শুভমন গিল— ডেঙ্গি থেকে সেরে উঠে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলেছেন। ১৬ রান করলেও যত ক্ষণ ক্রিজে ছিলেন তত ক্ষণ ভাল দেখিয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে বড় রান করার চেষ্টা করবেন তিনি।

বিরাট কোহলি— রোহিতের মতো বিরাটও ফর্মে রয়েছেন। পাকিস্তানের বিরুদ্ধে ভাল শুরু করেও বড় রান করতে পারেননি। বাংলাদেশের বিরুদ্ধে ভাল খেলার চেষ্টা করবেন বিরাট। মিডল অর্ডারে দলকে টানার দায়িত্ব তাঁর কাঁধেই থাকবে।

শ্রেয়স আয়ার— পাকিস্তানের বিরুদ্ধে অর্ধশতরান করেছেন। ধীরে ধীরে পুরনো শ্রেয়সকে দেখা যাচ্ছে। বাংলাদেশের বিরুদ্ধেও আক্রমণাত্মক ক্রিকেট খেলার চেষ্টা করবেন শ্রেয়স।

লোকেশ রাহুল— যত দিন যাচ্ছে তত পরিণত হচ্ছেন রাহুল। এ বারের বিশ্বকাপে ভারতের মিডল অর্ডারের বড় ভরসা তিনি। বাংলাদেশের বিরুদ্ধে বড় রান করতে চাইবেন রাহুল।

হার্দিক পাণ্ড্য— ব্যাট হাতে এখনও তেমন কঠিন পরিস্থিতির সম্মুখীন হননি হার্দিক। তবে বল হাতে ভাল দেখাচ্ছে তাঁকে। বাংলাদেশের বিরুদ্ধে প্রয়োজন পড়লে ব্যাটিং ফর্মও দেখাতে চাইবেন হার্দিক।

রবীন্দ্র জাডেজা— স্পিন আক্রমণের বড় ভরসা। পাশাপাশি ভারতীয় দলের সেরা ফিল্ডার। ব্যাট হাতেও বড় ভূমিকা নিতে পারেন তিনি।

রবিচন্দ্রন অশ্বিন— এই একটি বদলই হতে পারে ভারতীয় দলে। বাংলাদেশের দলে বেশ কয়েক জন বাঁ হাতি ব্যাটার রয়েছে। পুণের উইকেটে তাঁদের বিরুদ্ধে শার্দূলের থেকে অশ্বিন বেশি ভাল বিকল্প। তাই তাঁকে আবার ভারতের প্রথম একাদশে দেখা যেতে পারে।

কুলদীপ যাদব— ভারতীয় দলের এক নম্বর স্পিনার। প্রতিটি ম্যাচে বল হাতে কামাল করছেন। বাংলাদেশের ব্যাটারদের বিরুদ্ধেও কুলদীপের স্পিন কার্যকরী হতে পারে।

যশপ্রীত বুমরা— বিশ্বকাপে স্বপ্নের ফর্মে রয়েছেন বুমরা। নতুন বল হোক বা পুরনো বল, কামাল করছেন তিনি। বাংলাদেশের বিরুদ্ধে শুরুতে ভারতের হাতে খেলার রাশ তুলে দিতে পারেন তিনি।

মহম্মদ সিরাজ— পাকিস্তানের বিরুদ্ধে ২ উইকেট সিরাজের আত্মবিশ্বাস অনেকটাই বাড়াবে। বাংলাদেশের বিরুদ্ধে আরও ভাল বল করার চেষ্টা করবেন তিনি। ভারতের প্রথম একাদশে বুমরার সঙ্গী হিসাবে খেলবেন সিরাজ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন