India vs Australia 2025

হারা সিরিজ়ের শেষ ম্যাচে রো-কো’কে বিশ্রামে রেখে বিকল্পদের সুযোগ? না কি দু’জনকে আরও এক বার পরখ করা হবে?

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচ নিয়মরক্ষার। প্রথম দু’ম্যাচ হেরে সিরিজ় হাতছাড়া হয়েছে ভারতের। শনিবার পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটতে পারে ভারতীয় শিবির।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২৫ ১৩:১২
Share:

(বাঁ দিকে) রোহিত শর্মা এবং বিরাট কোহলি (ডান দিকে)। —ফাইল চিত্র।

ভারত-অস্ট্রেলিয়া এক দিনের সিরিজ়ের তৃতীয় ম্যাচ নিয়মরক্ষার। ০-২ ব্যবধানে এগিয়ে গিয়ে সিরিজ় জয় নিশ্চিত করে ফেলেছেন মিচেল মার্শেরা। শনিবারের ম্যাচ ভারতীয় দলের কাছে নিয়মরক্ষা মাত্র। এমন ম্যাচে অনেক সময় প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সেরে নেয় দলগুলি। প্রথম একাদশের অনিয়মিতদের খেলার সুযোগ দেওয়া হয়। গৌতম গম্ভীর, শুভমন গিলেরাও কি ব্যর্থদের বাদ দিয়ে অন্যদের দেখে নেবেন?

Advertisement

অস্ট্রেলিয়ার মাটিতে এক দিনের সিরিজ় রোহিত শর্মা এবং বিরাট কোহলির কাছে পরীক্ষা। টি-টোয়েন্টি এবং টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়া দুই সিনিয়র ব্যাটারের আন্তর্জাতিক ভবিষ্যৎ এখন টিকে ৫০ ওভারের ক্রিকেটের উপর। ২০২৭ সালের বিশ্বকাপ খেলার স্বপ্ন সফল করতে হলে পারফর্ম করতে হবে ধারাবাহিক ভাবে। অস্ট্রেলিয়া সফরের আগে রোহিতকে নেতৃত্ব থেকে সরিয়ে দিয়ে সেই বার্তা দিয়ে রেখেছেন প্রধান নির্বাচক অজিত আগরকর।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দু’ম্যাচে রোহিতের রান ৮ এবং ৭৩। দ্বিতীয় ম্যাচে চাপে পড়ে যাওয়া ওয়াশিংটন সুন্দর, অর্শদীপ সিংহদের একাধিক বার পরামর্শ দিতেও দেখা গিয়েছে তাঁকে। এই দু’ম্যাচে কোহলির অবদান শুধুই শূন্য! ক্রিকেটজীবনে প্রথম বার পর পর দু’টি এক দিনের ম্যাচে কোনও রান পাননি তিনি। কোহলি ডাহা ফেল। এই পরিস্থিতিতে তৃতীয় ম্যাচেও কি প্রথম একাদশে জায়গা হবে তাঁর? নাকি সাজঘরে বসে থাকা যশস্বী জয়সওয়ালকে সুযোগ দেবেন গম্ভীরেরা?

Advertisement

প্রশ্ন রয়েছে রোহিতের ফর্ম নিয়েও। বৃহস্পতিবার ৭৩ রান করলেও খেলেছেন ৯৭ বল। রোহিতের খেলা ডট বলের সংখ্যা ৫৭। ওপেন করতে নেমে ৯.৩ ওভার অপচয় করেছেন তিনি। পাওয়ার প্লে-র অধিকাংশ বলে রানই করতে পারেননি। সাদা বলের ক্রিকেটে এত বল নষ্ট হলে যে কোনও দলকে মূল্য দিতে হয়। ফলে রোহিতের পরীক্ষার ফলও উচ্ছ্বসিত হওয়ার মতো নয়। স্বাভাবিক ভাবেই তৃতীয় এক দিনের ম্যাচে প্রথম একাদশে রদবদলের পথে হাঁটতেই পারেন গম্ভীর। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদনের দাবি অনুযায়ী, সিরিজ় শুরুর আগেই নাকি কোচ বলে দিয়েছিলেন, পরের পর ম্যাচে ব্যর্থ হলে সুযোগ পাওয়া যাবে না।

রোহিত সদ্য নেতৃত্ব হারিয়েছেন। সাত মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন। তা-ও অস্ট্রেলিয়ার মাটিতে। প্রথম ম্যাচে ব্যর্থ হলেও দ্বিতীয় ম্যাচে ৭৩ রান অন্তত করেছেন। তৃতীয় ম্যাচে যদি পরীক্ষা-নিরীক্ষার জন্য তাঁকে বসানো হয়, তা হলে ওপেনার হিসাবে নামবেন যশস্বী। কোহলি যেমন প্রথম দু’ম্যাচ কোনও রান করতে পারেননি, তেমন যশস্বী একটিই এক দিনের ম্যাচ খেলেছেন গত ফেব্রুয়ারিতে। নাগপুরের ২২ গজে ওপেন করে ১৫ রান করেছিলেন। এক দিনের ক্রিকেটে তাঁরও ভবিষ্যৎ নির্ধারণ করে দিতে পারে সিডনির ২২ গজ।

ইনিংসের শুরুতে ২২ গজে যশস্বীর সঙ্গী হবেন শুভমন। তিনিও প্রথম দু’ম্যাচে ব্যর্থ। তবু অধিনায়ক হিসাবে তাঁর খেলা নিয়ে প্রশ্ন নেই। ব্যাটিং অর্ডারের তিন নম্বরে কে নামবেন? কোহলির উপর কোপ পড়লে তিনে নামতে পারেন রাহুল। ব্যাটিং অর্ডারের চার নম্বরে থাকবেন সহ-অধিনায়ক শ্রেয়স আয়ার। দ্বিতীয় ম্যাচে রান পেয়েছেন শ্রেয়স। পাঁচ নম্বরে অলরাউন্ডার অক্ষর পটেল। ফর্মেও রয়েছেন অক্ষর। ছ’নম্বরে নামতে পারেন ধ্রুব জুরেল। তরুণ উইকেটরক্ষক-ব্যাটারকে দেখে নেওয়ার সম্ভাবনা রয়েছে। সিডনিতে এক দিনের ক্রিকেটে অভিষেক হতে পারে তাঁর। সাত নম্বরে ওয়াশিংটন সুন্দর।

ব্যাটিং অর্ডারের আট নম্বরে দেখা যেতে পারে আর এক অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডিকে। বাকি তিনটি জায়গা বিশেষজ্ঞ বোলারদের। নয় নম্বরে নামবেন সম্ভবত অর্শদীপ সিংহ। ব্যাটিং অর্ডারের ১০ নম্বরে দেখা যেতে পারে বিশেষজ্ঞ স্পিনার কুলদীপ যাদবকে। হর্ষিত রানার পরিবর্তে প্রথম একাদশে আসবেন তিনি। দু’টি ম্যাচে কুলদীপকে বসিয়ে হর্ষিতকে খেলানো নিয়ে গম্ভীরকে অনেক সমালোচনা শুনতে হয়েছে। ১১ নম্বরে থাকবেন মহম্মদ সিরাজ।

তৃতীয় এক দিনের ম্যাচে ভারতের সম্ভাব্য প্রথম একাদশ: যশস্বী জয়সওয়াল, শুভমন গিল (অধিনায়ক), লোকেশ রাহুল, শ্রেয়স আয়ার, অক্ষর পটেল, ধ্রুব জুরেল, ওয়াশিংটন সুন্দর, নীতীশ কুমার রেড্ডি, অর্শদীপ সিংহ, কুলদীপ যাদব এবং মহম্মদ সিরাজ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement