শ্রীলঙ্কার কয়েক জন ক্রিকেটার। —ফাইল চিত্র।
দেশের ক্রিকেটের উন্নতির জন্য ক্রিকেটারদের ফিল্ডিংয়ের মান বাড়াতে চাইছে শ্রীলঙ্কা। তার জন্য ভারতের দ্বারস্থ হয়েছে তারা। ভারতের প্রাক্তন ফিল্ডিং কোচ আর শ্রীধরকে বড় দায়িত্ব দেওয়া হয়েছে।
১০ দিনের জন্য ক্রিকেটারদের নিয়ে একটি শিবির করছে শ্রীলঙ্কা। সেখানেই শ্রীধরকে নিয়ে যাওয়া হয়েছে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড একটি বিবৃতিতে বলেছে, “ভারতীয় দলের প্রাক্তন ফিল্ডিং কোচ আর শ্রীধর ১০ দিনের একটি শিবির চালাবেন। সেখানে শ্রীলঙ্কার ক্রিকেটারদের ফিল্ডিংয়ের মান বাড়ানোর দিকে নজর দেওয়া হবে।”
৭ মে থেকে শুরু হচ্ছে সেই শিবির। সেখানে পুরুষ ও মহিলা দলের ক্রিকেটারেরা থাকবেন। পাশাপাশি অনূর্ধ্ব-১৯ ও জুনিয়র ক্রিকেটারদেরও ফিল্ডিংয়ের মান বাড়ানোর চেষ্টা করা হবে এই শিবিরে।
২০১৪ থেকে ২০২১ সাল পর্যন্ত সাত বছর ভারতীয় দলের ফিল্ডিং কোচ ছিলেন শ্রীধর। সেই সময় অধিনায়ক ছিলেন বিরাট কোহলি। ভারতের হয়ে ৩০০-র বেশি ম্যাচে কোচিং করিয়েছেন শ্রীধর। কোহলি ও শ্রীধরের জুটি ভারতীয় দলের ফিল্ডিংয়ের মান অনেকটাই বাড়িয়েছিল। সেই সময় দু’বার অস্ট্রেলিয়ার মাটিতে তাদের টেস্ট সিরিজ়ে হারিয়েছিল ভারত। সেই জয়ে ভারতের ফিল্ডিংয়ের বড় ভূমিকা ছিল। পরে ২০২৪ সালে আফগানিস্তানেরও সহকারী কোচ ছিলেন শ্রীধর।
জাতীয় দলে কাজ করার আগে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের সহকারী ও ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করেছেন শ্রীধর। আইপিএলে পঞ্জাব কিংসেরও ফিল্ডিং কোচ ছিলেন তিনি। সেই কোচকে এ বার দায়িত্ব দিয়েছে শ্রীলঙ্কা।