ICC

বদলে যেতে পারে টেস্ট ক্রিকেট, ভারত-ইংল্যান্ড সিরিজ় থেকেই নতুন নিয়ম চালু করবেন জয় শাহেরা?

এই বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের পরেই নিয়ম বদলের সম্ভাবনা রয়েছে। এর পর কি চার দিনের টেস্ট ম্যাচ হবে?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:১৮
Share:

টেস্ট ক্রিকেটে মুখোমুখি ভারত এবং অস্ট্রেলিয়া। —ফাইল চিত্র।

টেস্ট ক্রিকেটে বদল আনার পরিকল্পনা রয়েছে আইসিসি-র। ইতিমধ্যেই আইসিসি চেয়ারম্যান জয় শাহ এবং ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান রিচার্ড থম্পসনের মধ্যে এই বিষয়ে কথা হয়েছে বলে জানা গিয়েছে। এই বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের পরেই নিয়ম বদলের সম্ভাবনা রয়েছে। এর পর কি চার দিনের টেস্ট ম্যাচ হবে?

Advertisement

এ বারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পরেই বদলে যেতে পারে টেস্টের নিয়ম। হয়তো দু’টি ভাগে ভাগ করে দেওয়া হবে দেশগুলিকে। সমানে সমানে লড়াই করার সুযোগ দেওয়ার জন্যই এমন ব্যবস্থা করা হচ্ছে বলে জানা গিয়েছে। থম্পসন বলেন, “এখন যে ভাবে টেস্ট খেলা হচ্ছে তাতে লড়াইটা ঠিক হচ্ছে না। সব দলকে সমান সুযোগ দিতে হবে। তবে এখনও কোনও প্রস্তাব জমা পড়েনি।” আইসিসির পরিকল্পনা উন্নয়ন কমিটির প্রধানের দায়িত্বেও থম্পসন রয়েছেন।

জুন মাসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। তার মধ্যেই সব কিছু ঠিক করে ফেলতে চাইছে আইসিসি। থম্পসন বলেন, “আমাদের হাতে পাঁচ মাস রয়েছে। তার মধ্যেই ঠিক করে নিতে হবে আগামী দিনে আমরা কী ভাবে সব কিছু পরিকল্পনা করব। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপকে অনেক বেশি প্রতিযোগিতামূলক করে তুলতে চাই। এমন কিছু ভাবতে হবে যাতে সেরা দল ফাইনালে উঠতে পারে এবং সব দল টেস্ট ক্রিকেট খেলতে উৎসাহ পায়।”

Advertisement

এখন যে ভাবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ হচ্ছে তাতে সব দল একে অপরের বিরুদ্ধে খেলছে না। দক্ষিণ আফ্রিকা যেমন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলেনি। ফাইনালে সেই দুই দল মুখোমুখি হতে চলেছে। ভারত এবং পাকিস্তান একে অপরের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ় খেলে না বহু বছর। থম্পসন বলেন, “আমরা টেস্ট ক্রিকেটকে বাঁচিয়ে রাখতে চাই। ক্রিকেটকে বাঁচিয়ে রাখার জন্য টেস্ট ক্রিকেটকে বাঁচিয়ে রাখতে হবে। সব দেশকে টেস্ট ক্রিকেট খেলতে উৎসাহ দিতে হবে।”

থম্পসন কী নিয়ম হতে পারে সেটা না বললেও শোনা যাচ্ছে আগামী দিনে পাঁচ দিনের বদলে চার দিনে টেস্ট খেলা হতে পারে। সেই সঙ্গে তিন ম্যাচের টেস্ট সিরিজ়ের উপর জোর দেওয়া হতে পারে। তবে অ্যাশেজ় বা বর্ডার-গাওস্কর ট্রফির মতো সিরিজ়ে পাঁচ দিনের টেস্ট এবং পাঁচ ম্যাচের সিরিজ়ই হবে। সেখানে বদলের ভাবনা নেই বলেই শোনা যাচ্ছে। এই ধরনের বদলে ক্ষতি হওয়ার আশঙ্কা করছেন ক্লাইভ লয়েড। ওয়েস্ট ইন্ডিজ়ের প্রাক্তন অধিনায়ক বলেন, “সব দেশ পরিশ্রম করে এখানে পৌঁছেছে। আমরা আইসিসিতে ১০০ বছর ধরে আছি। কিন্তু এখন আর্থিক কারণে আমাদের যে অবস্থা, সেটার জন্য ওরা বলে দেবে কী ভাবে খেলব?”

শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার অর্জুন রণতুঙ্গা মনে করেন, নতুন নিয়মে শুধু তিনটি দেশের লাভ হবে। তিনি বলেন, “খেলা মানে শুধু পাউন্ড, ডলার আর টাকা নয়। আধিকারিকদের উচিত খেলাটাকে রক্ষা করা।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement