ICC Champions Trophy 2025

আসরে নামলেন জয় শাহ, শনিবারই ঠিক হয়ে যেতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফির ভবিষ্যৎ, কী হবে?

আগামী শনিবারই চূড়ান্ত হয়ে যেতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফির ভবিষ্যৎ। নতুন আইসিসি চেয়ারম্যান জয় শাহের মধ্যস্থতায় সমাধানসূত্র পাওয়া গিয়েছে বলে দাবি করা হয়েছে। কী হতে পারে?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৪ ২২:২৪
Share:

আইসিসি চেয়ারম্যান জয় শাহ। ছবি: সমাজমাধ্যম।

আগামী শনিবারই চূড়ান্ত হয়ে যেতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফির ভবিষ্যৎ। নতুন আইসিসি চেয়ারম্যান জয় শাহের মধ্যস্থাতেই সমাধানসূত্র পাওয়া গিয়েছে বলে দাবি করা হয়েছে। শনিবার আইসিসি-র শীর্ষকর্তারা পাক বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভির সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। সেখানে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফির বিষয়টি চূড়ান্ত হয়ে যাওয়ার কথা।

Advertisement

পিটিআই-এর প্রতিবেদন অনুযায়ী, ভারত এবং পাকিস্তান কেউই আইসিসি প্রতিযোগিতা খেলতে একে অপর দেশে যাবে না। ফলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত বনাম পাকিস্তান ম্যাচ হবে দুবাইয়েই। প্রতিযোগিতায় আটটি দল খেলবে। চারটি দলের দু’টি গ্রুপ হবে। মোট ১৫টি ম্যাচের মধ্যে পাঁচটি ম্যাচ দুবাইয়ে হবে। ভারত সবক’টি ম্যাচই দুবাইয়ে খেলবে।

পাক বোর্ড আগেই বলেছিল, তারা হাইব্রিড মডেলে রাজি একটি শর্তে। যদি ভারতে অনুষ্ঠেয় আইসিসি প্রতিযোগিতাতে পাকিস্তানের ক্ষেত্রেও হাইব্রিড মডেলে খেলা আয়োজন করা হয়। আইসিসি এবং বিসিসিআই তাতে আপাতত রাজি হয়েছে। ফলে পরের বছর মহিলাদের এক দিনের বিশ্বকাপ খেলতে ভারতে আসবে না পাকিস্তান। তাদের ম্যাচগুলি নিরপেক্ষ মাঠে হবে। ২০২৬ সালে ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচগুলি হবে শ্রীলঙ্কায়, যারা প্রতিযোগিতার সহ-আয়োজক।

Advertisement

আইসিসি-র এক কর্তা পিটিআই-কে বলেছেন, “শুক্রবার ভার্চুয়াল বৈঠক হওয়ার কথা রয়েছে। ব্রিসবেন থেকে জয় শাহও যোগ দেবেন। তার পরেই যাবতীয় ঘোষণা করতে পারে আইসিসি।” তবে হাইব্রিড মডেলে রাজি হওয়ার জন্য পাক বোর্ডকে কোনও ক্ষতিপূরণ দেবে না আইসিসি।

গত কয়েক দিন ধরেই সমাধানসূত্র খোঁজার জন্য প্রচুর চেষ্টা করা হয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান হলেও পাঁচটি ম্যাচ দুবাইয়ে হবে। যে সমাধানসূত্র বেরিয়েছে তাতে বিসিসিআই, আইসিসি এবং পিসিবি— তিন পক্ষই সন্তুষ্ট বলে জানা গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement