The Ashes 2025-26

টেস্টের ১৪৮ বছরের ইতিহাসে প্রথম বার, অস্ট্রেলিয়া-ইংল্যান্ড পার্‌থ টেস্টে নতুন বিশ্বরেকর্ড

আগের ২৬০৭টি টেস্টে যা কখনও হয়নি, তাই হয়েছে পার্‌থের ২৬০৮ নম্বর টেস্টে। তৈরি হয়েছে বিশ্বরেকর্ড। এ ছাড়া আরও কয়েকটি নজির তৈরি হয়েছে অ্যাশেজ় সিরিজ়ের প্রথম টেস্টে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৫ ১০:৪৬
Share:

অস্ট্রেলিয়ার ক্রিকেট দল। ছবি: এক্স।

অ্যাশেজ় সিরিজ়ের প্রথম টেস্টে নজির। অস্ট্রেলিয়া-ইংল্যান্ড পার্‌থ টেস্টে তৈরি হল বিশ্বরেকর্ড। এমন রেকর্ড যা টেস্টে ক্রিকেটের ১৪৮ বছরের ইতিহাসে প্রথম বার হল।

Advertisement

আগের ২৬০৭টি টেস্টে যা কখনও হয়নি, তাই হয়েছে পার্‌থের ২৬০৮ নম্বর টেস্টে। অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচে প্রথম তিনটি ইনিংসে কোনও রান হওয়ার আগেই একটি করে উইকেট পড়েছে। ইংল্যান্ডের ওপেনার জ্যাক ক্রলি দু’ইনিংসেই শূন্য রানে আউট হয়েছেন। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে শূন্য রানে আউট হন ওপেনার জেক ওয়েদারল্ডও। টেস্টের চার ইনিংসের তিনটিতেই কোনও রান হওয়ার আগে উইকেট পড়ার ঘটনা ধরলে পার্‌থ টেস্ট তৃতীয় নজির। তবে প্রথম তিনটি ইনিংসেই এমন ঘটনা টেস্টের ১৪৮ বছরের ইতিহাসে প্রথম বার ঘটল। তৈরি হল নতুন নজির।

আগে দু’টি টেস্টের তিনটি ইনিংসে কোনও রান হওয়ার আগে উইকেট পড়েছে। প্রথম বার এমন হয়েছিল ১৯৫০ সালে। ব্রিসবেনে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড টেস্টের প্রথম এবং তৃতীয় ইনিংসে রান করার আগেই উইকেট হারিয়েছিল অস্ট্রেলিয়া। ম্যাচের চতুর্থ ইনিংসে কোনও রান করার আগে উইকেট পড়েছিল ইংল্যান্ডেরও। দ্বিতীয় ঘটনাটি ২০২৪ সালে সিডনিতে অস্ট্রেলিয়া-পাকিস্তান টেস্টে। ম্যাচের প্রথম এবং তৃতীয় ইনিংসে কোনও রান হওয়ার আগেই উইকেট হারিয়েছিল পাকিস্তান। চতুর্থ ইনিংসে অস্ট্রেলিয়া প্রথম উইকেট হারিয়েছিল রান হওয়ার আগে।

Advertisement

অ্যাশেজ় সিরিজ়ের প্রথম টেস্ট শেষ হয়েছে দু’দিনে। এই নিয়ে ২৬টি টেস্ট দু’দিনের মধ্যে শেষ হল। প্রথম বার এমন হয়েছিল ১৯২১ সালের অ্যাশেজ়ে। সে বার নটিংহ্যাম টেস্ট শেষ হয়ে গিয়েছিল দু’দিনের মধ্যে। পার্‌থে চার ইনিংস মিলিয়ে হয়েছে ৮৪৭টি। অ্যাশেজ় সিরিজ়ে এর চেয়ে কম বলে খেলা শেষ হয়েছে দু’বার। সেই দু’টি ম্যাচ হয়েছিল ১৮৮৮ সালে। বলের নিরিখে টেস্টের ইতিহাসে পার্‌থ টেস্ট নবম সংক্ষিপ্ততম।

এ ছাড়া ইংল্যান্ডের ক্রলি হলেন প্রথম ব্যাটার, যিনি ২০০০ সালের পর অ্যাশেজ় সিরিজ়ের কোনও টেস্টের দু’ইনিংসেই শূন্য রানে আউট হয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement