ICC Champions Trophy 2025

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-বাংলাদেশ ম্যাচ ঘিরে বেটিং, গ্রেফতার তিন, বাজেয়াপ্ত মোবাইল, ল্যাপটপ, নগদ

ভারত-বাংলাদেশ ম্যাচ ঘিরে বেটিংয়ের অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে গোয়া পুলিশ। ধৃতেরা সকলেই গুজরাতের বাসিন্দা। কর্মসূত্রে পানাজিতে থাকেন তাঁরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৫ ২০:১৯
Share:

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতেই সক্রিয় ক্রিকেট বেটিং চক্র। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার পানাজির কাছে পিলেরনে গ্রামের একটি বাড়িতে হানা দেয় গোয়া পুলিশ। সেখান থেকে হাতেনাতে ধরা পড়ে তিন জন। তাঁদের গ্রেফতার করা হয়েছে।

Advertisement

ধৃতেরা কেউই গোয়ার বাসিন্দা নন। কর্মসূত্রে তাঁরা পানাজিতে থাকেন। আদতে সকলেই গুজরাতের বাসিন্দা। ধৃতদের নাম মাকসুদ মোদান (২৮), আসিফভাই জিয়াউদিনভাই (২৫) এবং রিজ়ভান ভাশ (২০)। চারটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, ইন্টারনেটের একটি রাউটার এবং নগদ ১ লক্ষ ১০ হাজার টাকা বাজেয়াপ্ত হয়েছে। ধৃতদের জেরা করে আর কেউ জড়িত রয়েছে কি না, খতিয়ে দেখছেন তদন্তকারীরা। শুক্রবার ধৃতদের আদালতে হাজির করানো হয়।

বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরু করেছেন রোহিত শর্মারা। নাজমুল হোসেন শান্তর দলকে ৬ উইকেটে হারিয়েছে ভারত। শতরান করেন শুভমন গিল। ৫ উইকেট নেন মহম্মদ শামি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement