India vs South Africa 2025

গম্ভীরের নীতিকেই সমর্থন করলেন তিলক, জানালেন, দলের যে কেউ যে কোনও জায়গায় ব্যাট করতে পারেন

রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ধর্মশালায় তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামবে ভারত। তার আগে তিলক বর্মা সমর্থন করলেন কোচ গৌতম গম্ভীরের নীতিকেই। কী বললেন তিনি?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৫ ২০:০৩
Share:

তিলক বর্মা। ছবি: পিটিআই।

রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ধর্মশালায় তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামবে ভারত। তার আগে তিলক বর্মা সমর্থন করলেন কোচ গৌতম গম্ভীরের নীতিকেই। প্রতি ম্যাচেই ব্যাটিং অর্ডারে বদল করার যে নীতি গম্ভীর নিয়েছেন, তার পাশে দাঁড়িয়েছেন তিলক। জানিয়েছেন, এই দলের যে কেউ যে কোনও জায়গায় ব্যাট করার জন্য প্রস্তুত।

Advertisement

মুল্লানপুরে আচমকাই অক্ষর পটেলকে তুলে আনা হয়েছিল তিনে। অতীতে প্রথম তিন ব্যাটারকে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা না করার যে দাবি করা হয়েছিল, তা দেখা যাচ্ছে না। তিলক বলেছেন, “ওপেনার ছাড়া প্রত্যেকে যে কোনও জায়গার সঙ্গে মানিয়ে নিতে পারেন। আমি নিজে তিন, চার, পাঁচ, ছয়— যে কোনও জায়গায় ব্যাট করতে পারি। যেখানে দল চাইবে সেখানেই খেলব। দল যদি মনে করে নির্দিষ্ট কৌশল নেওয়া দরকার, দলের সকলে তার সঙ্গে মানিয়ে চলতে রাজি।”

তিলকের মতে, পরিস্থিতির বিচার করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি বলেছেন, “একটা-দুটো ম্যাচে এমন হতেই পারে। অক্ষর পটেল আগেও এই কাজ করেছে। ভাল খেলেছে। সবই পরিস্থিতির উপরে নির্ভর করে।”

Advertisement

ধর্মশালায় প্রবল ঠান্ডার মধ্যে খেলতে হবে দুই দলকে। পাশাপাশি রাতে ম্যাচ হওয়ায় শিশিরও পড়তে পারে। সে সব মাথায় না রেখেই দল খেলতে নামবে বলে জানিয়েছেন তিলক। তাঁর কথায়, “আগে এখানে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে সিরিজ় খেলেছি। পিচ দেখে মনে হয়েছে অনেক রান হবে। টস আমাদের হাতে নেই। তাই আমরা শিশিরের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছি। ভেজা বলে অনুশীলন করছি।”

তিলকের সংযোজন, “এখানে প্রচণ্ড ঠান্ডা। তবে আমরা মানসিক এবং শারীরিক ভাবে তৈরি। মানসিক ভাবে যারা সবচেয়ে বেশি প্রস্তুত থাকবে তারাই জিতবে। প্রথম দুটো ম্যাচে প্রথমে ব্যাট করা দল জিতেছে। কারণ ঠান্ডায় সিম এবং সুইং পাওয়া গিয়েছে। তবে এখানে শিশির আগে পড়ে। তাই দুটো দলকেই প্রায় একই পরিস্থিতির মধ্যে খেলতে হবে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement