BCCI

BCCI: বিশ্বকাপ জেতার পুরস্কার, ভারতীয় বোর্ডের থেকে ৪০ লক্ষ টাকা করে পাচ্ছেন রবিরা

শনিবার ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছে ভারত। পঞ্চম বারের মতো এই ট্রফি জিতেছে তারা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২২ ০২:২৯
Share:

যশ ঢুলদের উল্লাস। ছবি টুইটার

শনিবার ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছে ভারত। পঞ্চম বারের মতো এই ট্রফি জিতেছে তারা। ভারতের জয়ে উচ্ছ্বসিত প্রাক্তন এবং বর্তমান ক্রিকেটাররা। ট্রফি জেতার পরেই বোর্ডের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল, প্রত্যেক ক্রিকেটারকে ৪০ লক্ষ টাকা করে আর্থিক পুরস্কার দেওয়া হবে।

Advertisement

ভারত ম্যাচ জেতার পরেই প্রথমে টুইট করেন সচিব জয় শাহ। লেখেন, ‘আমি এটা ঘোষণা করতে পেরে গর্বিত যে, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে অসাধারণ পারফরম্যান্স উপহার দেওয়ার জন্য ভারতের প্রত্যেক ক্রিকেটারকে ৪০ লক্ষ এবং প্রত্যেক সাপোর্ট স্টাফকে ২৫ লক্ষ টাকা করে দেওয়া হবে বোর্ডের তরফে। তোমরা সবাই দেশকে গর্বিত করেছো।’

এরপরেই টুইট করেন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি লেখেন, ‘অসাধারণ ভাবে বিশ্বকাপ জেতার জন্য অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে প্রত্যেক ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফ এবং নির্বাচকদের অনেক অভিনন্দন। ওদের কৃতিত্বকে সম্মান জানাতে ৪০ লক্ষ টাকার সামান্য আর্থিক পুরস্কার দেওয়া হচ্ছে বোর্ডের তরফে। কিন্তু ওদের প্রচেষ্টাকে কোনও মূল্য দিয়েই মাপা যায় না। অবিশ্বাস্য।’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন