IPL 2025

কেকেআর শিবিরে যোগ দিলেন উমরান, কিন্তু কাশ্মীরের জোরে বোলারকে খেলানো হবে না আইপিএলে! কেন?

নাইট রাইডার্সের বোলিং কোচ ভরত অরুণ এবং অন্য সাপোর্ট স্টাফেরা ম্যাচ ফিট করে তুলবেন উমরান মালিককে। আইপিএলের শেষ পর্যন্ত অজিঙ্ক রাহানেদের সঙ্গেই থাকবেন ২৫ বছরের জোরে বোলার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৫ ১৯:৩০
Share:

উমরান মালিক। ছবি: কেকেআর।

আইপিএলে শেষ চারটি ম্যাচের তিনটিতে হেরে চাপে কলকাতা নাইট রাইডার্স। এই পরিস্থিতিতে দলে যোগ দিলেন উমরান মালিক। কাশ্মীরের জোরে বোলারকে অজিঙ্ক রাহানেরা পেলেও আইপিএলে খেলানো হবে না তাঁকে। উমরানের যোগ দেওয়ার কথা সমাজমাধ্যমে জানিয়েছেন কেকেআর কর্তৃপক্ষ।

Advertisement

চাপে থাকা নাইট রাইডার্স শিবিরে যোগ দিলেন উমরান। তাতে অবশ্য রাহানেদের বোলিং শক্তি বৃদ্ধি পাবে না। কারণ কাশ্মীরের জোরে বোলার আইপিএলে খেলতে পারবেন না। তাঁর খেলতে না পারার সঙ্গে অবশ্য পহেলগাঁওয়ে জঙ্গি হামলার কোনও সম্পর্ক নেই। প্রতিযোগিতার শেষ পর্যন্ত তিনি দলের সঙ্গেই থাকবেন।

চোটের জন্য আইপিএল থেকে আগেই ছিটকে গিয়েছিলেন উমরান। তাঁর পরিবর্ত হিসাবে কেকেআর দলে নিয়েছে চেতন সাকারিয়াকে। নেট বোলার হিসাবে রাহানেদের অনুশীলনে সাহায্য করতে এসেছিলেন সাকারিয়া। আইপিএলের মধ্যে উমরানের ফিট হওয়ার সম্ভাবনা নেই বুঝে সাকারিয়াকে নথিভুক্ত করিয়েছেন কেকেআর কর্তৃপক্ষ।

Advertisement

সদ্য চোটমুক্ত উমরান রিহ্যাব করবেন কেকেআর শিবিরে। নাইট রাইডার্সের বোলিং কোচ ভরত অরুণ এবং অন্য সাপোর্ট স্টাফেরা ম্যাচ ফিট করে তুলবেন ২৫ বছরের জোরে বোলারকে। তাঁদের নির্দেশমতো ট্রেনিং, অনুশীলন করবেন উমরান। উমরানকে সেরা ফর্মে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছেন কেকেআর কর্তৃপক্ষ। দেশের হয়ে ১০টি এক দিনের ম্যাচ এবং আটটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে উমরানের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement