USA Cricket

দায়িত্ব নেওয়ার ১০ দিনের মাথায় কড়া পদক্ষেপ জয় শাহের, বন্ধ হল একটি দেশের ক্রিকেট লিগ

আর টি-টোয়েন্টি এবং টি-টেন লিগ আয়োজন করতে পারবে না আমেরিকার ক্রিকেট সংস্থা। আইসিসির তরফে তা জানিয়ে দেওয়া হয়েছে সেই দেশের ক্রিকেট সংস্থাকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪ ১৪:০৪
Share:

জয় শাহ। —ফাইল চিত্র।

আমেরিকার জাতীয় ক্রিকেট লিগ বাতিল করে দিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ১ ডিসেম্বর আইসিসির চেয়ারম্যান পদে দায়িত্ব নিয়েছেন জয় শাহ। তার পরেই কড়া পদক্ষেপ। আর টি-টোয়েন্টি এবং টি-টেন লিগ আয়োজন করতে পারবে না আমেরিকার ক্রিকেট সংস্থা। আইসিসির তরফে তা জানিয়ে দেওয়া হয়েছে সেই দেশের ক্রিকেট সংস্থাকে।

Advertisement

যে কোনও ক্রিকেট লিগে আইসিসির নিয়ম অনুযায়ী, প্রথম একাদশে অন্তত সাত জন সেই দেশের ক্রিকেটার রাখতে হবে। কিন্তু আমেরিকার ক্রিকেট লিগ সেই নিয়ম মানেনি। তা ছাড়া বেশ কিছু অনুমতি সংক্রান্ত বিষয়েও নিয়ম মানেনি আমেরিকার ক্রিকেট লিগগুলি। এই কারণেই তাদের বাতিল করা হয়েছে।

আমেরিকার এই ক্রিকেট লিগের মুখ্য প্রচারমুখ ছিলেন ওয়াসিম আক্রম এবং ভিভিয়ান রিচার্ডস। লিগের অংশীদার ছিলেন সচিন তেন্ডুলকর, সুনীল গাওস্করের মতো ব্যক্তি। তার পরেও এই লিগগুলিতে পরিচালনগত সমস্যা দেখা দেয়। আইসিসি জানিয়েছে, আমেরিকার ক্রিকেট লিগ ঘিরে মাঠে এবং মাঠের বাইরে নানা ধরনের সমস্যা রয়েছে।

Advertisement

বেশ কিছু ম্যাচে ছ’সাত জন বিদেশি ক্রিকেটারকে প্রথম একাদশে রাখা হয়েছে। এই লিগে পিচগুলি খুবই খারাপ ছিল, যা সমস্যা তৈরি করেছে। ওয়াহাব রিয়াজ, টাইমাল মিলসের মতো পেসারদের বাধ্য করা হয়েছে স্পিন বল করতে, যাতে ওই ধরনের পিচে খেলতে গিয়ে ব্যাটারদের চোট না লাগে। সেই সঙ্গে বিদেশি ক্রিকেটারদের লিগে খেলানোর ব্যাপারে প্রয়োজনীয় নথি সংক্রান্ত সমস্যাও ছিল। আমেরিকার লিগে খেলা অনেক বিদেশি ক্রিকেটারের নাকি স্পোর্টস ভিসাই ছিল না। এই ভিসা নিতে প্রায় ১ কোটি ৭০ লক্ষ টাকা খরচ হয়। এই ভিসা না-নিয়ে অনৈতিক ভাবে খরচ কমানোর চেষ্টা করা হয়েছে বলে দাবি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement