Ranji Trophy 2025-26

ব্যর্থ বাংলার তিন তারকাই, উইকেট নেই আকাশদীপের, শেষ ওভারে মুখরক্ষা শামির, প্রথম বলেই আউট অভিমন্যু

রঞ্জি ট্রফির ম্যাচে বাংলার বোলারেরা দাপট দেখালেন ইডেন গার্ডেন্সে। ভূপেন লালওয়ানি এবং অভয় নেগি ছাড়া উত্তরাখণ্ডের কোনও ব্যাটারই স্বচ্ছন্দ ছিলেন না।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২৫ ১৯:৪৯
Share:

(বাঁ দিক থেকে) আকাশ দীপ, মহম্মদ শামি এবং অভিমন্যু ঈশ্বরণ। ছবি: পিটিআই।

রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে তারকাখচিত দল নামিয়েছে বাংলা। জোরে বোলিংয়ে মহম্মদ শামি, আকাশদীপ, ব্যাটিংয়ে অভিমন্যু ঈশ্বরণ। কিন্তু প্রথম দিন তিন জনেই ব্যর্থ।

Advertisement

১৬ ওভার বল করে আকাশদীপ কোনও উইকেট পাননি। শামি শেষ ওভারে ৩ উইকেট নিয়ে মুখরক্ষা করেন। আগের ১৪ ওভারে কোনও উইকেট পাননি। অধিনায়ক অভিমন্যু প্রথম বলেই আউট হয়ে যান।

প্রথম দিনের শেষে প্রত্যাশা মতো স্বস্তিতে থাকতে পারল না বাংলা। উত্তরাখণ্ডের ইনিংস ২১৩ রানে শেষ করে দিলেও ভাল হল না বাংলার ইনিংসের শুরু। অভিমন্যুর উইকেট হারিয়ে বাংলা দিনের শেষে ৮ রান তুলেছে।

Advertisement

টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলার অধিনায়ক। শামি, আকাশদীপ দাগ কাটতে না পারলেও সূরয সিন্ধু জয়সওয়াল ও ঈশান পোড়েলের দাপটে ইডেন গার্ডেন্সের ২২ গজে নিয়মিত ব্যবধানে উইকেট হারায় উত্তরাখণ্ড। প্রয়োজনীয় জুটি তৈরি করতেও ব্যর্থ হলেন উত্তরাখণ্ডের ব্যাটারেরা। চার নম্বরে নামা ভূপেন লালওয়ানি (৭১) ছাড়া বলার মতো রান করতে পারেননি কোনও ব্যাটারই। উত্তরাখণ্ডের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান অভয় নেগির অপরাজিত ২৮।

বাংলার বোলারদের দাপটে ৭২.৫ ওভারে শেষ হয়ে যায় উত্তরাখণ্ডের ইনিংস। বাংলার সফলতম বোলার সূরয ৫৪ রানে ৪ উইকেট নেন। ৪০ রানে ৩ উইকেট নিয়েছেন ঈশান। ভারতীয় দলে ব্রাত্য হয়ে থাকা শামির ৩ উইকেট ৩৭ রানে।

দিনের শেষে বাংলার রান ১ উইকেটে ৮। অপরাজিত রয়েছেন সুদীপ চট্টোপাধ্যায় (১) এবং সুদীপ কুমার ঘরামি (৭)। ২০৫ রানে পিছিয়ে রয়েছে বাংলা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement