Ranji Trophy 2025-26

রঞ্জিতে শূন্য পৃথ্বী, ব্যর্থ বৈভবও,দাদা-ভাই গুলিয়ে ফেলল ভারতীয় বোর্ড, মুশিরের শূন্য বসল দাদা সরফরাজ়ের পাশে!

রঞ্জি ট্রফির প্রথম দিন ঘটল একাধিক ঘটনা। দল বদলেও ঘরোয়া ক্রিকেটে রানে ফিরতে পারলেন না পৃথ্বী শ। গুরুদায়িত্ব পাওয়ার পর ব্যর্থ বৈভব সূর্যবংশী। মুম্বই দলের দুই ভাইকে গুলিয়ে ফেললেন বোর্ডের স্কোরার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২৫ ১৯:২৯
Share:

বৈভব সূর্যবংশী। —ফাইল চিত্র।

ক্রিকেটজীবনে প্রথম বড় দায়িত্ব পাওয়ার পর প্রথম ইনিংসেই ব্যর্থ বৈভব সূর্যবংশী। নতুন দলের হয়ে রঞ্জি মরসুমের শুরুটা ভাল করতে পারলেন না পৃথ্বী শ। স্কোরার গুলিয়ে ফেললেন দুই ভাই সরফরাজ় খান এবং মুশির খানকে। রঞ্জি ট্রফির প্রথম দিনই ঘটনার ঘনঘটা।

Advertisement

বিহার রঞ্জি দলের সহ-অধিনায়ক করা হয়েছে সূর্যবংশীকে। প্রথম ম্যাচে প্রত্যাশা মতো পারফর্ম করতে পারল না ১৪ বছরের ব্যাটার। অরুণাচল প্রদেশের বিরুদ্ধে ওপেন করতে নেমে সূর্যবংশী করল ১৪ রান। তার ৫ বলের ইনিংসে রয়েছে ২টি চার এবং ১টি ছয়। আগ্রাসী ব্যাটিং করতে গিয়ে উইকেট ছুড়ে দিয়েছে বিহারের সহ-অধিনায়ক। তার আগে অরুণাচল প্রদেশের ইনিংস শেষ হয় ১০৫ রানে। বলার মতো রান করতে পারেননি কোনও ব্যাটারই। বিহারের সফলতম বোলার সাকিব হুসেন ৪১ রানে ৬ উইকেট নিয়েছেন। প্রথম দিনের শেষে বিহার ২৮৩/২। ১৫৫ রান করে অপরাজিত রয়েছেন আয়ুষ লোহারুকা।

রঞ্জি ট্রফির অন্য ম্যাচে কেরলের বিরুদ্ধে শুরুটা ভাল করতে পারল না মহারাষ্ট্র। কোনও রান হওয়ার আগেই ৩ উইকেট পড়ে যায় তাদের। পর পর ফিরে যান পৃথ্বী (শূন্য), অর্শিন কুলকার্নি (শূন্য) এবং সিদ্ধেশ বীর (শূন্য)। কয়েক বলের মধ্যে আউট হয়ে যান অধিনায়ক অঙ্কিত বাওনেও (শূন্য)। ৫ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া দলকে স্বস্তি দেয় রুতুরাজ গায়কোয়াড়ের ব্যাট। তিনি করেন ৯১। অভিজ্ঞ জলজ সাক্সেনার ব্যাট থেকে এসেছে ৪৯ রানের ইনিংস। দিনের শেষে মহারাষ্ট্রের রান ৭ উইকেটে ১৭৯। প্রথম দিন কেরলের সফলতম বোলার মহম্মদ নিধেশ ৪২ রানে ৪ উইকেট নিয়েছেন।

Advertisement

অন্য দিকে মুম্বই বনাম জম্মু-কাশ্মীর ম্যাচে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) স্কোরার গুলিয়ে ফেললেন দুই ভাইকে। ওপেন করতে নেমে মুশির আউট হয়ে যান শূন্য রানে। কিন্তু বিসিসিআইয়ের ওয়েব সাইটের স্কোর বোর্ডে লেখা হয় সরফরাজ় আউট হয়েছেন শূন্য রানে। ভুল বুঝতে পেরে কিছু ক্ষণের মধ্যেই সংশোধন করে দেওয়া হয়। যদিও ভুল স্কোর বোর্ডের ছবি ততক্ষণে ভাইরাল হয়ে যায় সমাজমাধ্যমে। পরে সরফরাজ় করেন ৪২ রান। প্রথম দিনের খেলার শেষে মুম্বইয়ের রান ৫ উইকেটে ৩৩৬। সিদেশ লাড ১১৬ রানের ইনিংস খেলেছেন। ৭৯ রানে অপরাজিত রয়েছেন শামস মুলানি।

রঞ্জি ট্রফির প্রথম দিন মণিপুরের বিরুদ্ধে সিকিম ৭ উইকেটে ২৬৫ রান করেছে। বরোদার বিরুদ্ধে ওড়িশা করেছে ৫ উইকেটে ২০৫। উত্তরপ্রদেশের বিরুদ্ধে ৩ উইকেটে ২৮৯ রান করেছে অন্ধ্রপ্রদেশ। তামিলনাড়ুর বিরুদ্ধে ঝাড়খণ্ডের রান ৬ উইকেটে ৩০৭। নাগাল্যান্ডের বিরুদ্ধে বিদর্ভ করেছে ৩ উইকেটে ৩০২। চণ্ডীগড়ের বিরুদ্ধে গোয়ার রান ৩ উইকেটে ২৯১। মধ্যপ্রদেশের বিরুদ্ধে পঞ্জাবের ইনিংস শেষ হয়েছে ২৩২ রানে। জবাবে মধ্যপ্রদেশ ৬/০। সৌরাষ্ট্রের বিরুদ্ধে কর্নাটকের রান ৫ উইকেটে ২৯৫। ত্রিপুরার বিরুদ্ধে সার্ভিসেস করেছে ৬ উইকেটে ২৪৬। গুজরাটের বিরুদ্ধে অসমের রান ৬ উইকেটে ২১৮। হায়দরাবাদের বিরুদ্ধে দিল্লি করেছে ৩ উইকেটে ২৫৬। রাজস্থানের বিরুদ্ধে ছত্তিশগড়ের রান ৭ উইকেটে ২৮৭। পুদুচেরির বিরুদ্ধে হিমাচল প্রদেশের রান ৫ উইকেটে ১৭৬। রেলওয়েজের বিরুদ্ধে হরিয়ানার ইনিংস শেষ হয়েছে ১৭১ রানে। জবাবে দিনের শেষ রেলওয়েজ ৯৩/৬।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement