Vaibhav Suryavanshi

শুভমনের ইনিংসে মুগ্ধ বৈভব, লাল বলের ক্রিকেট খেলার স্বপ্ন দেখা শুরু, শিখতে বললেন কোচ

ইংল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের সিরিজ়‌ খেলার ফাঁকেই ভারতের অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারেরা হাজির হয়েছিলেন এজবাস্টনে। সেই দলে ছিল বৈভব সূর্যবংশীও। ১৪ বছরের ক্রিকেটার জানিয়ে দিল, দেশের হয়ে লাল বলের ক্রিকেট খেলাই তার স্বপ্ন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৫ ১৯:১৪
Share:

এজবাস্টনে খেলা দেখছে বৈভব। ছবি: সমাজমাধ্যম।

ইংল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের সিরিজ়‌ খেলার ফাঁকেই ভারতের অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারেরা হাজির হয়েছিলেন এজবাস্টনে। সেই দলে ছিল বৈভব সূর্যবংশীও। ১৪ বছরের ক্রিকেটার জানিয়ে দিল, দেশের হয়ে লাল বলের ক্রিকেট খেলাই তার স্বপ্ন। শুভমন গিলকেও আদর্শ হিসাবে মেনে নিয়েছে সে। অন্য দিকে, কোচ হৃষীকেশ কানিতকর জানালেন, তরুণ ক্রিকেটারদের ধৈর্য শেখানোর জন্যই ম্যাচ দেখাতে নিয়ে এসেছেন।

Advertisement

বৃহস্পতিবারই বৈভবদের খেলা দেখার ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। শুক্রবার ভারতীয় বোর্ডের তরফে একটি ভিডিয়ো দেওয়া হয়েছে। সেখানে তরুণ ক্রিকেটারেরা নিজেদের অভিজ্ঞতার কথা জানিয়েছেন। বৈভব বলেছে, “খুব ভাল লাগছে এসে। ইংল্যান্ডে প্রথম বার কোনও টেস্ট ম্যাচ দেখছি। কী ভাবে ম্যাচে খেলা হয় সেটা চোখের সামনে দেখার সুযোগ পেলাম। সবাই মিলে একসঙ্গে বসে ম্যাচ দেখতে পারায় আরও ভাল লাগছে।”

শুভমনের দ্বিশতরান দেখে বাকিদের পাশাপাশি মুগ্ধ বৈভবও। বলেছে, “শুভমনের থেকে অনেক অনুপ্রেরণা পেলাম। ও আমাদের সকলের কাছেই আদর্শের মতো। দেশের হয়ে লাল বলের ক্রিকেট খেলা যে কোনও ক্রিকেটারের কাছেই স্বপ্ন।”

Advertisement

দলের কোচ কানিতকর বলেন, “আমাদের এখানে আসার সুযোগ করে দিয়েছে (ভিভিএস) লক্ষ্মণ। ও-ই বলেছিল, এই ম্যাচটা আমরা দেখতে গেলে ছেলেদের ভালই লাগবে। সামনে বসে টেস্ট ম্যাচ দেখা যে কোনও উঠতি ক্রিকেটারের কাছেই একটা বিশেষ অনুভূতি। আমি চাই তরুণ ক্রিকেটারেরা শিখুক যে সব বলই মাঠের বাইরে পাঠানোর কোনও দরকার নেই। সব বলে চার-ছয় না মারলেও চলবে। সব পরিস্থিতিতে উত্তেজক ক্রিকেট খেলা যায় না। তুমি যদি রান রেট ধারাবাহিক রাখো তা হলেও দলের অনেক উপকার হবে। ঠিক সে ভাবেই শুভমন ব্যাট করেছে।”

শুভমনের ইনিংস দেখেও বৈভবদের শেখার কথা বলেছেন কানিতকর। তাঁর কথায়, “ধ্রুপদী টেস্ট ইনিংস খেলেছে শুভমন। শুধু ক্রিজ়‌ে পড়ে থাকেনি। নিজের মতো শট খেলেছে। খারাপ বল কাজে লাগিয়েছে। নিজের শরীর ঠিক জায়গায় নিয়ে গিয়েছে। তরুণেরা শিখুক যে শুভমন যদি ছোটখাটো জিনিসগুলো এত বড় মঞ্চেও ঠিকঠাক করে করতে পারে, তা হলে ওরাও পারবে।”

অনূর্ধ্ব-১৯ দলের বোলার আমনজ্যোৎ সিংহ বলেছেন, “কাল (বুধবার) বিকেলেই স্যর আমাদের বলেছিলেন ম্যাচ দেখতে যাওয়ার কথা। তাই সকাল থেকেই ম্যাচ দেখতে যাওয়ার জন্য উত্তেজিত ছিলাম। গিল তখন ১১৪ রানে ব্যাট করছিলেন। উনি যে ভাবে খেলছিলেন সেটা দেখে খুব ভাল লেগেছে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement