Ishan Kishan

ছ’বল ছ’ভঙ্গিতে! এক ওভারেই ধোনি, হরভজন, ওয়ার্নকে মনে করালেন ঈশান

আবার নজরে ঈশান কিশন। তবে ব্যাটিং বা ‘অবাধ্য’ আচরণের জন্য নয়, তিনি নজরে এলেন বল করে। উইকেটকিপারের দস্তানা ছেড়ে হাতে বল তুলে নিলেন তিনি। এক ওভারে ছ’টি বল করলেন ছ’ভাবে। কী করে করলেন?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৫ ১৬:৫২
Share:

বোলিংয়ের মুহূর্তে ঈশান। ছবি: সমাজমাধ্যম।

আবার নজরে ঈশান কিশন। তবে ব্যাটিং বা ‘অবাধ্য’ আচরণের জন্য নয়, তিনি নজরে এলেন বল করে। উইকেটকিপারের দস্তানা ছেড়ে হাতে বল তুলে নিলেন তিনি। এক ওভারে ছ’টি বল করলেন ছ’ভাবে। কাউন্টি খেলতে গিয়ে ভাইরাল রয়েছে ঈশানের বোলিং।

Advertisement

ভারতীয় দল যখন টেস্ট খেলছে ইংল্যান্ডে, তখন সে দেশেই কাউন্টি খেলতে ব্যস্ত ঈশান। বাঁ হাতি ব্যাটার খেলছেন নটিংহ্যামশায়ারের হয়ে। ইয়র্কশায়ারের বিরুদ্ধে ৮৭ এবং সমারসেটের বিরুদ্ধে ৭৭ রান করেছেন। তবে তাঁর বোলিং নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে।

২৬ বছরের ক্রিকেটার সমারসেটের বিরুদ্ধে বল করেছেন। অফ স্পিন, লেগ স্পিন করতে দেখা গিয়েছে তাঁকে। প্রথম বলটি করেন হরভজন সিংহের বোলিং অ্যাকশন অনুকরণ করে। পরেরটি করেন শেন ওয়ার্নের মতো করে। ঈশানের বোলিং দেখে সমর্থক এবং সতীর্থেরা অবাক হয়ে যান।

Advertisement

২০১৪-এ নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ধোনি কিছু ক্ষণের জন্য বল করেছিলেন। তার পরে ভারতের কোনও উইকেটকিপারকে বল করতে দেখা যায়নি। এমনকি ঈশানকে ঘরোয়া ক্রিকেটেও বল করতে দেখেননি কেউ। তিনিই কাউন্টিতে গিয়ে নতুন অবতারে আবির্ভূত হয়েছেন। ঈশানের বোলিংয়ের মুহূর্ত সমাজমাধ্যমে পোস্ট করেছে নটিংহ্যামশায়ার।

ভারতের হয়ে শেষ বার ২০২৩-এ টেস্ট খেলেছিলেন ঈশান। শৃঙ্খলাভঙ্গের কারণে জাতীয় দল থেকে বাদ পড়েন। এখনও ফিরতে পারেননি। ঘরোয়া ক্রিকেটেও আহামরি কিছু করতে পারেননি যাতে ফেরার পথ প্রশস্ত হয়। তবে আইপিএলে ছন্দে ছিলেন। নতুন দল হায়দরাবাদের হয়ে প্রথম ম্যাচেই শতরান করেছিলেন। সব মিলিয়ে ১৪ ম্যাচে ৩৫৪ রান করেছিলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement