দিয়োগো জোতাকে সম্মান উইম্বলডনের। —ফাইল চিত্র।
উইম্বলডন মানেই সাদা পোশাক। বাকি তিনটে গ্র্যান্ড স্ল্যামে খেলোয়াড়েরা নিজের পছন্দমতো পোশাক পরতে পারলেও অল ইংল্যান্ডে তাঁদের সাদা পরতে হয়। অন্য কোনও রং সেখানে ব্যবহার করা যায় না। ১৪৮ বছরের পুরনো এই পোশাকের নিয়মে এ বছর বদল করতে চলেছে উইম্বলডন।
বৃহস্পতিবার গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছেন পর্তুগাল তথা লিভারপুলের ফুটবলার দিয়োগো জোতা। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ ফুটবল দুনিয়া। সেই শোকের প্রভাব পড়েছে টেনিসেও। উইম্বলডন কর্তৃপক্ষ জানিয়েছেন, চাইলে কোনও খেলোয়াড় জোতার স্মৃতিতে কালো আর্ম ব্যান্ড পরতে পারেন। তাতে পোশাকবিধি ভাঙা হবে না।
স্পেনে এক গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে জোতার। দু’সপ্তাহ আগেই বিয়ে করেছিলেন দীর্ঘ দিনের বান্ধবী রুতে কার্দোসোকে। তাঁদের তিন সন্তান রয়েছে। ২৮ বছরের ফুটবলার দেশের জার্সিতে পর্তুগালের হয়ে খেলতেন। জোতার মৃত্যুর খবর প্রথম প্রকাশ্যে আসে স্পেনের সংবাদমাধ্যমে। পরে খবরটি নিশ্চিত করেন পর্তুগালের ফুটবল সংস্থার প্রধান পেদ্রো প্রোয়েনসাও। এক বিবৃতিতে লিখেছেন, “পর্তুগালের ফুটবল সংস্থা এবং পর্তুগাল ফুটবলের সঙ্গে যুক্ত সকলে এই খবরে বিধ্বস্ত। জাতীয় দলের হয়ে ৫০-এর কাছাকাছি ম্যাচ খেলেছিল। মানুষ হিসাবে অসাধারণ ছিল জোতা। সতীর্থ, বিপক্ষ সকলেই ওকে সমীহ করত।”
স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, জোতার সঙ্গে গাড়িতে ছিলেন তাঁর ভাই আন্দ্রে। স্থানীয় সময় বুধবার রাত ১২.৪০ নাগাদ দুর্ঘটনাটি ঘটে। বিলাসবহুল গাড়িতে ভাইয়ের সঙ্গে যাচ্ছিলেন তিনি। অন্য একটি গাড়িকে পিছনে ফেলতে গিয়ে জোতাদের গাড়িটি উল্টে যায়। গাড়ির চাকা ফেটে আগুন ধরে যায়। সেখান থেকে গোটা গাড়িয়ে আগুন ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে বিস্ফোরণ হয়। স্থানীয় প্রশাসন সমাজমাধ্যমে দু’জনের মৃত্যুর কথা জানিয়েছে। জ়ামোরা প্রদেশের সের্নাদিলা অঞ্চলে গাড়ি দুর্ঘটনাটি হয়েছে। আন্দ্রে পর্তুগালের দ্বিতীয় ডিভিশনের ফুটবল ক্লাবে খেলতেন।
২০২০ সালে উলভারহ্যাম্পটন থেকে লিভারপুলে যোগ দিয়েছিলেন জোতা। তার পরেই তৎকালীন কোচ জুরগেন ক্লপের দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন। নিয়মিত প্রথম একাদশে সুযোগ পেতে থাকেন। গত মরসুমে লিভারপুলের লিগ জয়ী দলেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ২৬টি ম্যাচ খেলেছিলেন তিনি। সম্প্রতি পর্তুগালের হয়ে উয়েফা নেশন্স লিগ জিতেছিলেন জোতা। তাঁর মৃত্যুতে ভেঙে পড়েছেন জোতার সতীর্থ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও। এ বার তাঁকে সম্মান জানাতে চলেছে উইম্বলডন।