Vaibhav Suryavanshi in India Under 19

ব্যর্থ বৈভব! এক দিনে পড়ল ১৭ উইকেট, ছোটদের টেস্টে অসিদের থেকে এগিয়ে ভারত

আরও এক বার ভারতীয় বোলারদের সামনে খেই হারাল অস্ট্রেলিয়ার ব্যাটিং। তবে ভাল ব্যাট করতে পারেনি ভারতও। ব্যর্থ হয়েছে বৈভব সূর্যবংশীও।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২৫ ১৫:১১
Share:

বৈভব সূর্যবংশী। —ফাইল চিত্র।

আগের টেস্টে শতরান করেছিল বৈভব সূর্যবংশী। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ব্যর্থ হল সে। রান পেল না ভারতের ১৪ বছরের উদীয়মান তারকা। তবে শুধু বৈভব নয়, ভারত ও অস্ট্রেলিয়ার ব্যাটিং একই দিনে ভেঙে পড়ল। যা পরিস্থিতি তাতে দ্বিতীয় টেস্টের ফয়সালা তাড়াতাড়ি হয়ে যেতে পারে। প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলের থেকে ৯ রানে এগিয়ে ভারতের অনূর্ধ্ব-১৯ দল।

Advertisement

ম্যাকায়ের গ্রেট বেরিয়ার রিফ এরিনাতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। প্রথম ওভারেই আউট হন সাইমন বাজ। রান পাননি টপ ও মিডল অর্ডারের বাকি ব্যাটারেরাও। অ্যালেক্স টার্নার (৬), জেড হলিক (৭), অধিনায়ক উইল মালাজজ়ুক (১০) ও জেয়ডেন ড্রেপার (২) তাড়াতাড়ি ফেরেন।

অস্ট্রেলিয়ার ইনিংস সামলান উইকেটরক্ষক অ্যালেক্স লি ইয়ং। তাঁকে সঙ্গ দেন যশ দেশমুখ। এই দুই ব্যাটার না থাকলে অস্ট্রেলিয়ার রান ১০০ পার হত কিনা সন্দেহ। যশ করেন ২২ রান। অ্যালেক্স ৬৬ রান করেন। তাঁরা ফিরতেই দ্রুত শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। প্রথম ইনিংসে ৪৩.৩ ওভারে ১৩৫ রানে অল আউট হয়ে যায় তারা। ভারতের বোলারদের মধ্যে ৩টি করে উইকেট নেন হেনিল পটেল ও খিলান পটেল। উধব মোহন ২ ও দীপেশ দেবেন্দ্রন ১ উইকেট নিয়েছেন।

Advertisement

জবাবে ভারতের ইনিংসের শুরুটাও ভাল হয়নি। অধিনায়ক আয়ুষ মাত্রে করেন ৪ রান। ভারতের অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হওয়ার পর থেকে রান নেই তাঁর ব্যাটে। অপর ওপেনার বিহান মলহোত্র করেন ১১ রান। এই ম্যাচে বৈভবকে দিয়ে ওপেন করায়নি ভারত। তাতে অবশ্য তার ব্যাট করার ধরন বদলায়নি। বৈভব তিন নম্বরে ব্যাট করতে নেমে দ্রুত রান তোলা শুরু করে। দু’টি চার ও একটি ছক্কা মারে সে। ভাল খেলছিল সে। কিন্তু ১৪ বলে ২০ রান করে আউট হয়ে যায় বিহারের ১৪ বছরের ছেলে।

ভারতীয় ব্যাটারদের মধ্যে বেদান্ত ত্রিবেদী (২৫) ও খিলান পটেল (২৬) রান করেন। শুরু পেলেও বড় রান করতে পারেননি তাঁরা। দিনের খেলা শেষ হওয়ার সময় ভারতের রান ৭ উইকেটে ১৪৪। হেনিল ২২ ও দীপেশ ৬ রানে অপরাজিত রয়েছেন। আপাতত ৯ রান এগিয়ে ভারত। দ্বিতীয় দিন লিড যতটা সম্ভব বাড়িয়ে নেওয়ার চেষ্টা করবে তারা। প্রথম ইনিংসে অন্তত ৫০ রানের লিড নিতে পারলে এই ম্যাচে অনেকটা এগিয়ে যাবে ভারত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement