Vaibhav Suryavanshi

ইংল্যান্ডে ভারতের ১৪ বছরের ক্রিকেটারের গায়ে কোহলির ১৮ নম্বর জার্সি, বিরাটের উত্তরসূরি পেয়ে গেল ভারত?

ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে অল্পের জন্য অর্ধশতরান হাতছাড়া করলেও নজর কেড়ে নিয়েছে বৈভব সূর্যবংশীর পাঁচটি ছক্কা। সেই ম্যাচে বৈভব নেমেছিল ১৮ নম্বর জার্সি পরে, যা পরেন বিরাট কোহলি। সমাজমাধ্যমে বৈভবের একটি পোস্টও ভাইরাল হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ জুন ২০২৫ ১৬:১৭
Share:

১৮ নম্বর জার্সি পরে বৈভব (বাঁ দিকে)। ছবি: সমাজমাধ্যম।

ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচে ভাল খেলেছে বৈভব সূর্যবংশী। অল্পের জন্য অর্ধশতরান হাতছাড়া করলেও নজর কেড়ে নিয়েছে তার পাঁচটি ছক্কা। সেই ম্যাচে বৈভব নেমেছিল ১৮ নম্বর জার্সি পরে, যা পরেন বিরাট কোহলি। ম্যাচের পর সমাজমাধ্যমে বৈভবের একটি পোস্টও ভাইরাল হয়েছে।

Advertisement

শুক্রবারের ম্যাচে বৈভবকে দেখা গিয়েছে ১৮ নম্বর জার্সি পরে নামতে। সঙ্গে সঙ্গেই তাঁর তুলনা শুরু হয়ে যায় কোহলির সঙ্গে। কিছু দিন আগে মুকেশ কুমার ১৮ নম্বর জার্সি পরায় যে বিতর্ক তৈরি হয়েছিল, তা দেখা যায়নি বৈভবের ক্ষেত্রে। বরং অনেকেই মনে করছেন, আগামী দিনে কোহলির জায়গা নেওয়ার ক্ষমতা রয়েছে বৈভবের। তাই ১৮ নম্বর তার গায়ে মানাচ্ছে।

সেই বৈভব ম্যাচের পর দু’টি ছবি পোস্ট করে। একটিতে দলের স্পোর্টস ম্যাসাজ থেরাপিস্ট মঙ্গেশ গায়কোয়াড়ের সঙ্গে নিজে, অপরটিতে মঙ্গেশের সঙ্গে সতীর্থ অভিজ্ঞান কুন্ডুর ছবি। সেই ছবির সঙ্গে বলিউডের ‘ইকবাল’ সিনেমার ‘আশায়েঁ’ গানটিও জুড়ে দিয়েছে বৈভব। ‘ইকবাল’ সিনেমায় দেখানো হয়েছিল ছোট শহরের এক বিশেষ ভাবে সক্ষম তরুণের ক্রিকেটার হয়ে ওঠার কাহিনি। বৈভব নিজেও ছোট শহর থেকে উঠে এসেছে। তার যাত্রাপথের সঙ্গে সিনেমার মিল খুঁজে পেয়েছেন অনেকে।

Advertisement

শুক্রবার ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচে ১৯ বলে ৪৮ রানের ঝোড়ো ইনিংস খেলে বৈভব। তিনটি চার এবং পাঁচটি ছয় মারে সে। ভারত জিতেছে ছয় উইকেটে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement