India vs England

এক দিনের আন্তর্জাতিকে অভিষেক বরুণের, দ্বিতীয় ম্যাচে কোন ১১ জন খেলছেন ভারতীয় দলে

আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেই বরুণ চক্রবর্তী। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে ১৪টি উইকেট নেওয়ার পর তাঁকে এক দিনের সিরিজ়ের দলে অন্তর্ভুক্ত করা হয়। কটকে অভিষেক হল কেকেআর স্পিনারের।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:০৫
Share:

বরুণ চক্রবর্তী। —ফাইল চিত্র।

এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হল বরুণ চক্রবর্তীর। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় এক দিনের ম্যাচে ভারতের প্রথম এগারোয় সুযোগ পেলেন বরুণ। টি-টোয়েন্টি সিরিজ়ে ভাল পারফরম্যান্সের সুবাদে এক দিনের দলে বরুণকে ডেকে নেন কোচ গৌতম গম্ভীর। চোট সারিয়ে ভারতের প্রথম একাদশে ফিরেছেন বিরাট কোহলিও।

Advertisement

আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেই বরুণ চক্রবর্তী। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে ১৪টি উইকেট নেওয়ার পর তাঁকে এক দিনের সিরিজ়ের দলে অন্তর্ভুক্ত করা হয়। নাগপুরে প্রথম এক দিনের ম্যাচে তাঁকে খেলায়নি ভারত। কটকের ২২ গজে তাঁকে দেখে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন গম্ভীর। এই সিরিজ়ে প্রত্যাশা পূরণ করতে পারলে চ্যাম্পিয়ন্স ট্রফির দরজা খুলতে পারে কলকাতা নাইট রাইডার্সের স্পিনারের সামনে। ফারুক ইঞ্জিনিয়ারের পর ভারতের দ্বিতীয় বয়স্কতম ক্রিকেটার হিসাবে এক দিনের আন্তর্জাতিকে অভিষেক হল ৩৩ বছরের বরুণের। রবিবার বরুণের বয়স ৩৩ বছর ১৬৪ দিন। ১৯৭৪ সালে ইঞ্জিনিয়ারের এক দিনের ম্যাচে অভিষেক হয়েছিল ৩৬ বছর ১৩৮ দিন বয়সে।

কুলদীপ যাদবকে এই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে। তাঁর পরিবর্তে বরুণ এসেছেন প্রথম একাদশে। এ ছাড়াও দ্বিতীয় ম্যাচে ভারতের প্রথম একাদশে আরও একটি পরিবর্তন হয়েছে। চোট সারিয়ে দলে ফিরেছেন কোহলি। যশস্বী জয়সওয়ালের জায়গায় দলে এসেছেন প্রাক্তন অধিনায়ক। এই ম্যাচেও খেলা হল না চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক দলে থাকা অর্শদীপ সিংহের।

Advertisement

ভারতের প্রথম একাদশ: শুভমন গিল, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পাণ্ড্য, অক্ষর পটেল, রবীন্দ্র জাডেজা, হর্ষিত রানা, মহম্মদ শামি, বরুণ চক্রবর্তী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement