Sri Lanka vs Australia

সাড়ে তিন দিনে দ্বিতীয় টেস্ট জয় অস্ট্রেলিয়ার, ঘরের মাঠে লায়নদের স্পিন সামলাতে ব্যর্থ শ্রীলঙ্কা

শ্রীলঙ্কার বিরুদ্ধে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ় জিতল অস্ট্রেলিয়া। সাড়ে তিন দিনে দ্বিতীয় টেস্ট জিতলেন স্টিভ স্মিথেরা। ঘরের মাঠে অজি স্পিনারদের সামলাতে ব্যর্থ শ্রীলঙ্কার ব্যাটারেরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৪৭
Share:

অস্ট্রেলিয়ার জয়ের দুই নায়ক। (বাঁ দিকে) অ্যালেক্স ক্যারে এবং স্টিভ স্মিথ (ডান দিকে)। ছবি: এক্স (টুইটার)।

শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেও জয় পেল অস্ট্রেলিয়া। গলে ৯ উইকেটে জিতলেন স্টিভ স্মিথেরা। জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ৭৫ রান। ট্রেভিস হেডের উইকেট হারিয়ে জয় তুলে নিলেন সফরকারীরা। দু’টেস্টের সিরিজ়ে ২-০ ব্যবধানে জিতল অস্ট্রেলিয়া। ১৪ বছর পর শ্রীলঙ্কার মাটিতে টেস্ট সিরিজ় জিতল অস্ট্রেলিয়া।

Advertisement

প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ২৫৭ রানের জবাবে অস্ট্রেলিয়া করে ৪১৪ রান। এর পর শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংস শেষ হয় ২৩১ রানে। শনিবার খেলার শেষে আয়োজকদের দ্বিতীয় ইনিংসের রান ছিল ৮ উইকেটে ২১১। ৪৮ রানে অপরাজিত থাকা কুশল মেন্ডিস ৫০ রান করেন। এ ছাড়া প্রভাত জয়সূর্য ৬, লাহিরু কুমারা ৯ এবং নিশান পেইরিস ৪ রান করেন।

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার স্পিনারদের সামলাতে পারলেন না শ্রীলঙ্কার ব্যাটারেরা। ম্যাট কুনেম্যান ৬৩ রানে ৪ উইকেট নেন। ৮৪ রানে ৪ উইকেট নাথান লায়নের। ৬ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন ম্যাথু ওয়েবস্টার।

Advertisement

জয়ের জন্য ৭৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৭.৪ ওভারে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। হেড ২০ রান করে আউট হলেও দলকে জিতিয়ে মাঠ ছাড়েন অপর ওপেনার উসমান খোয়াজা। ২৭ রানে অপরাজিত থাকেন তিনি। শেষ পর্যন্ত তাঁর সঙ্গে ২২ গজে ছিলেন মার্নাস লাবুশেন। তিনি অপরাজিত থাকেন ২৬ রানে। সাড়ে তিন দিনেই টেস্ট জিতে নিল অস্ট্রেলিয়া।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement