লক্ষ্য: এশিয়া কাপে সফল হতে চান বরুণ। — ফাইল চিত্র।
সংযুক্ত আরব আমিরশাহিতে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত। সেই জয়ের নেপথ্যে অন্যতম কান্ডারি ছিলেন সি ভি বরুণ। মোট ৯টি উইকেট নিয়েছিলেন। এ বার সেই আমিরশাহিতেই এশিয়া কাপ। যার প্রস্তুতি কয়েক সপ্তাহ আগে থেকেই শুরু করে দিয়েছেন ভারতীয় স্পিনার।
মঙ্গলবার এশিয়া কাপের দল ঘোষণা করেছে ভারতীয় নির্বাচক কমিটি। বরুণ সে দলের অন্যতম স্পিনার। তাঁর পাশাপাশি রয়েছেন কুলদীপ যাদব, অক্ষর পটেল। তবে ‘রহস্য স্পিনার’ বরুণের দিকে আলাদা করে নজর থাকবে সবার, তা নিশ্চিত।
বরুণ এক সময় আট রকমের বল করতে পারতেন। আপাতত চার রকমের বল করেন। অফস্পিন, লেগস্পিন, গুগলি ও টপস্পিন। এশিয়া কাপের আগে দুবাইয়ের পিচ থেকে বাউন্স আদায় করে নেওয়ার জন্য টপস্পিনে বেশি জোর দিচ্ছেন বরুণ। ব্যক্তিগত কোচ এ সি প্রতিভানের কাছে অনুশীলন করছেন।চেন্নাইয়েই প্রস্তুতি চলছে তাঁর। এশিয়া কাপের জন্য বরুণ কী ভাবে তৈরি হচ্ছেন তা প্রশ্ন করতেই তাঁর কোচ বলেন, ‘‘ভারতীয় বোর্ড থেকে অনেক দিন আগেই তৈরি থাকতে বলা হয়েছিল। বেশ কয়েক দিন ধরে ও অনুশীলন করছে। সংযুক্ত আরব আমিরশাহিতে ভাল বল করেছিল। সেই আত্মবিশ্বাস আশা করি কাজে লাগাবে।’’ যোগ করেন, ‘‘টি-টোয়েন্টি ক্রিকেটে বল বেশি ঘোরাতে গেলে ফ্লাইট বেশি হয়ে যেতে পারে। ফলে রানও হতে পারে। এক দিনের ক্রিকেট ও টি-টোয়েন্টি ক্রিকেটের বোলিং এক রকম হয় না। টি-টোয়েন্টিতে সফল হতে গেলে গতি বাড়িয়েই বল করতে হবে। বরুণ সেই চেষ্টাই করছে। টপস্পিন, গুগলি বেশি করে করছে। যাতে ওর বিরুদ্ধে সহজে সুইপ না খেলা যায়। আজকাল তো সুইপ, রিভার্স সুইপ মারতে আর ভয় পাচ্ছে না ব্যাটসম্যানেরা।’’
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বরুণের ঘূর্ণির বিরুদ্ধে নাজেহাল অবস্থা হয়েছিল ব্যাটসম্যানদের। যে ছবিটা আবারও দেখতে চাইবেন ভারতীয় সমর্থকেরা। সেই উদ্দেশে চ্যাম্পিয়ন্স ট্রফির ভিডিয়ো আবারও দেখছেন বরুণ। কী কী ভুল করেছিলেন, তা বোঝার চেষ্টা করছেন। তাঁর কোচের কথায়, ‘‘চ্যাম্পিয়ন্স ট্রফিতে ও সাফল্য পেয়েছিল। যে সব ম্যাচগুলোয় ভাল বল করেছে সেই ভিডিয়োগুলো দেখে। বোঝার চেষ্টা করে কী করে সাফল্য পেয়েছিল। দুবাইয়ের পরিবেশ বরুণের জন্য আদর্শ। আশা করি, এই প্রতিযোগিতাতেও ও ভাল খেলবে।’’
সম্প্রতি তামিলনাড়ু প্রিমিয়ার লিগ খেলেছেন বরুণ। এশিয়া কাপের আগে আদর্শ প্রস্তুতি পেয়েছেন। তামিলনাড়ুর কোচ সেনথিলনাথান বলছিলেন, ‘‘ওর মতো বলের উপরে নিয়ন্ত্রণ খুব কম স্পিনারের রয়েছে। টি-টোয়েন্টি ক্রিকেটে ওর বলে মারতে ভয় পায় অনেকে। ভাল স্পিনার তো তারাই হবে যাদের বিরুদ্ধে বেশি রান করতে পারবে না ব্যাটসম্যানেরা। বরুণ সে রকমই প্রতিভাবান স্পিনার।’’
বরুণ আপাতত প্রত্যেক দিন তিন ঘণ্টা অনুশীলন করছেন। ফিটনেসেও উন্নতি করার চেষ্টা করছেন। প্রতিভানের কথায়, ‘‘সকালে উঠে দৌড় এবং জিম সেশন হয়। দুপুরে বোলিং সেশন। প্রায় দিনে ১০০টা বল করে। এর চেয়ে বেশি করতে দিই না। টি-টোয়েন্টি ক্রিকেটে তো অতিরিক্ত বল করার দরকার পড়ে না। ফিটনেসে উন্নতি করছে। এশিয়া কাপের আগে মানসিক ভাবে ও তরতাজা আছে।’’
বরুণ যত তরতাজা থাকবেন, ততই সুবিধা ভারতীয় দলের।