শুভমন গিল। —ফাইল চিত্র।
রোহিত শর্মা নেই। বিরাট কোহলি নেই। তাঁদের জায়গায় কারা খেলবেন, তা নিয়ে চলছে জল্পনা। শুধু তা-ই নয়, ভারতের নতুন টেস্ট দলের ব্যাটিং অর্ডার নিয়েও আগ্রহ রয়েছে ক্রিকেটমহলে। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের আগে ব্যাটিং অর্ডার নিয়ে আভাস দিয়েছেন সহ-অধিনায়ক ঋষভ পন্থ।
বুধবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন পন্থ। তাঁকে ব্যাটিং অর্ডার নিয়ে প্রশ্ন করা হয়। উইকেটরক্ষক-ব্যাটার বলেছেন, ‘‘শুভমন চার নম্বরে ব্যাট করবে। আমি আগের মতো পাঁচ নম্বরেই নামব। তিন নম্বর জায়গাটা এখনও ফাঁকা রয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এখনও।’’ ওপেন করবেন কারা? উত্তর দেননি পন্থ। ভারতীয় শিবির সূত্রে খবর, যশস্বী জয়সওয়ালকে নিয়ে প্রশ্ন নেই। তাঁর সঙ্গে লোকেশ রাহুলকে দেখা যেতে পারে। আলোচনায় আছেন সাই সুদর্শনও। তবে অভিজ্ঞতার জন্য এগিয়ে রাহুল। সে ক্ষেত্রে তিন নম্বরে খেলতে পারেন সুদর্শন। তবে জায়গায় লড়াইয়ে আছেন আরও দু’জন। তাঁরা হলেন করুণ নায়ার এবং অভিমন্যু ঈশ্বরণ।
কোহলির ছেড়ে যাওয়া গুরুত্বপূর্ণ চার নম্বর জায়গার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন শুভমন। শুরুতে তিনি ছিলেন টেস্ট দলের ওপেনার। যশস্বী দলে ঢোকার পর তাঁকে ব্যাটিং অর্ডারের তিন নম্বরে নেমে যেতে হয়। অধিনায়ক হয়েও নিজের ব্যাটিং অর্ডার ধরে রাখতে পারছেন না শুভমন। দলের স্বার্থে তিনি খেলবেন চার নম্বরে। ওপেনার থেকে ধীরে ধীরে মিডল অর্ডার ব্যাটার হয়ে গেলেন শুভমন।