(বাঁ দিকে) ব্রেন্ডন ম্যাকালাম এবং বেন স্টোকস (ডান দিকে)। —ফাইল চিত্র।
ভারতের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচের জন্য পছন্দের পিচ চেয়ে নিয়েছে ইংল্যান্ড শিবির। শুভমন গিলের দলকে বিপাকে ফেলতে ঠিক কেমন পিচ চাই, তা জানিয়ে দেওয়া হয়েছে লিডসের কিউরেটরকে।
গত বার ঘরের মাঠে ভারতকে টেস্ট সিরিজ়ে হারাতে পারেনি ইংল্যান্ড। তাই এ বার প্রথম থেকেই সতর্ক ব্রেন্ডন ম্যাকালাম, বেন স্টোকসেরা। দু’দলের শক্তি-দুর্বলতার কথা মাথায় রেখে নিজেদের পছন্দ মতো পিচ তৈরি করতে বলেছেন তাঁরা। ইংল্যান্ড শিবিরের আবদারের কথা প্রথম টেস্টের দু’দিন আগে ফাঁস করে দিয়েছেন লিডসের প্রধান পিচ প্রস্তুতকারক রিচার্ড রবসিনন।
লিডসের আবহাওয়া কিছুটা শুষ্ক। শুভমনদের বিরুদ্ধেও আগ্রাসী ক্রিকেট খেলার পরিকল্পনা রয়েছে স্টোকসদের। সেই মতো পিচ তৈরি করতে বলা হয়েছে। রবসিনন বলেছেন, ‘‘ইংল্যান্ড শিবির থেকে ভাল মানের পিচ তৈরির অনুরোধ করা হয়েছে। যাতে বোলারেরা লাইন ঠিক রাখতে পারেন। এ টুকুই বলা হয়েছে। ভাল পিচে প্রথম টেস্ট খেলতে চাইছে ইংল্যান্ড।’’ কেমন পিচ তৈরি করছেন আপনি? রবসিনন শুধু বলেছেন, ‘‘আশা করছি প্রথম দিন জোরে বোলারেরা ভাল সাহায্য পাবে। তবে গরমের জন্য পিচ শুকিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই পরের দিকে ততটা সুবিধা না-ও পেতে পারে।’’ পিচে কতটা ঘাস থাকবে, বলতে রাজি হননি তিনি।
শুরুতে জোরে বোলারেরা খানিকটা সুবিধা পেলেও ব্যাটারদের দুশ্চিন্তার তেমন কিছু থাকবে না বলে জানিয়েছেন লিডসের কিউরেটর। দু’দলেরই ব্যাটিং বেশ শক্তিশালী। তাই ভাল লড়াইয়ের আশা করছেন তিনি। ভারতের ব্যাটারেরা তুলনায় কম অভিজ্ঞ হলেও সমস্যা হবে না বলেই মত তাঁর। নিজের হাতে তৈরি পিচে উপভোগ্য টেস্টের অপেক্ষায় রয়েছেন রবসিনন।