Vidarbha Wins Irani Cup 2025

ইরানি জেতা হল না পাটীদারের! অভিমন্যু, আকাশদীপদের হারিয়ে চ্যাম্পিয়ন রঞ্জিজয়ী বিদর্ভ

কেন তারা ভারতের সেরা দল, তা আরও এক বার দেখিয়ে দিল বিদর্ভ। অবশিষ্ট ভারতকে হারিয়ে ইরানি কাপ জিতল রঞ্জিজয়ী দল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২৫ ১৫:৫৪
Share:

ইরানি কাপ জয়ের পর উল্লাস বিদর্ভের ক্রিকেটারদের। ছবি: পিটিআই।

আইপিএল ও দলীপ ট্রফি জিতলেও ইরানি কাপ জেতা হল না রজত পাটীদারের। ব্যাটারদের ব্যর্থতায় হারতে হল তাঁকে। কেন তারা ভারতের সেরা দল, তা আরও এক বার দেখিয়ে দিল বিদর্ভ। অবশিষ্ট ভারতকে ৯৩ রানে হারিয়ে ইরানি কাপ জিতল রঞ্জিজয়ী দল।

Advertisement

নাগপুরে নিজেদের ঘরের মাঠে খেলতে নেমেছিল বিদর্ভ। ফলে সেখানকার পরিবেশ যে তাদের পরিচিত, তা প্রথম দিনই দেখা গিয়েছিল। ওপেনার অথর্ব তাইরে ১৪৩ রান করেন। টপ অর্ডারের বাকিরা রান না পেলেও পাঁচ নম্বরে নেমে ৯১ রান করেন যশ রাঠৌর। এই দুই ব্যাটারের দাপটে ৩৪২ রান করে বিদর্ভ। বাংলার পেসার আকাশদীপ ও স্পিনার মানব সুথার ৩টি করে উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে সমস্যায় পড়ে অবশিষ্ট ভারত। ওপেনার অভিমন্যু ঈশ্বরন করেন ৫২ রান। অধিনায়ক পাটীদার ৬৬ রান করেন। বাকিরা রান পাননি। ২১৪ রানে অল আউট হয়ে যায় অবশিষ্ট ভারত। বিদর্ভের পেসার যশ ঠাকুর ৪ উইকেট নেন। প্রথম ইনিংসে ১২৮ রানের লিড পায় বিদর্ভ।

Advertisement

দ্বিতীয় ইনিংসে ভাল বল করেন অবশিষ্ট ভারতের বোলারেরা। তার জন্য অবশ্য কিছুটা দায়ী বিদর্ভের ব্যাটারেরাও। দ্রুত রান তুলতে গিয়ে উইকেট দিয়ে আসেন তাঁরা। কোনও ব্যাটার অর্ধশতরান না করলেও ২৩২ রান করে বিদর্ভ। প্রথম ইনিংসে উইকেট না পেলেও দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নেন অংশুল কম্বোজ।

অবশিষ্ট ভারতের সামনে জয়ের লক্ষ্য ছিল ৩৬০ রান। আরও এক বার দলের টপ ও মিডল অর্ডার রান পায়নি। হতাশ করলেন ঈশান কিশন ও রুতুরাজ গায়কোয়াড়। একটি ইনিংসেও রান পাননি দুই ব্যাটার। অবশিষ্ট ভারতের হয়ে লড়েন যশ ঢুল। তাঁকে সঙ্গ দেন মানব। এই দু’জন যত ক্ষণ ছিলেন, কিছুটা আশা ছিল অবশিষ্ট ভারতের। কিন্তু যশ ৯২ ও মানব ৫৬ রানে আউট হওয়ার পর আর কোনও আশা ছিল না অবশিষ্ট ভারতের। ২৬৭ রানে অল আউট হয়ে যায় তারা। ৯৩ রানে ম্যাচ জেতে বিদর্ভ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement